সাগরের প্লাস্টিক বর্জ্য সরাতে ভক্তদের আহ্বান মেসির
দিন যত গড়াচ্ছে, পাল্লা দিয়ে যেন বাড়ছে সাগর মহাসাগরে অপচনশীল প্লাস্টিক বর্জ্য। এ নিয়ে এবার অ্যাডিডাসের বর্জ্য সরানোর ক্যাম্পেইনে একাত্মতা প্রকাশ করেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। ভক্তদেরকে জানিয়েছেন বর্জ্য সরানোয় সহায়তা করার আহ্বান।
পরিবেশ বিষয়ক প্রতিষ্ঠান পারলের সঙ্গে মিলে রান ফর দ্য ওশান্স ক্যাম্পেইন অনেক দিন ধরেই চালিয়ে আসছে অ্যাডিডাস। এখানে অংশ নিতে হলে আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাডিডাসের রানিং অ্যাপ। আপনি দৌড়ালে যা গতিবিধি অনুসরণ করবে, প্রতি এক কিলোমিটার দৌড়ের জন্য ১০টি প্লাস্টিক বোতল সরানো হবে সাগর থেকে। মাথাপিছু ২২৭ কেজি প্লাস্টিক সরানোর ঘোষণা দিয়েছে অ্যাডিডাস। আগামী ২৮ মে থেকে ৮ জুন পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।
বিজ্ঞাপন
#RunForTheOceans ya está acá! Ahora más que nunca, necesitamos involucrarnos para impulsar un cambio real. Luchemos...
Posted by Leo Messi on Tuesday, May 18, 2021
আর্জেন্টাইন অধিনায়ক মেসির একাত্মতার ঘোষণা এসেছে এর পক্ষে। গত মঙ্গলবার রাতে ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি লিখেন, ‘রান ফর দ্য ওশান্স যে কোনো সময়ের চেয়ে বড় পরিসরে ফিরে এসেছে। দৌড়ের ও সাগরের জন্য আমাদের ভালোবাসাকে এক বিন্দুতে মেলানোর সুযোগ এটাই। পার্থক্য গড়ে দিতে রাস্তায় নামুন, ও প্লাস্টিক বর্জ্য সমস্যার শেষ দেখতে সহায়তা করুন।’
বিজ্ঞাপন
মেসি একে দেখছেন প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে মানবজাতির লড়াই হিসেবেও! ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আরও যোগ করেন, ‘আপনার প্রতি কিলোমিটার দৌড়, যা অ্যাপে অনুসরণ করা হবে, তার জন্য অ্যাডিডাস ও পারলে মিলে বিভিন্ন দ্বীপ ও সাগরতীর থেকে ১০টি প্লাস্টিক বোতলের সমপরিমাণ ওজন সরিয়ে ফেলবে, যা চলবে ২২৭ কেজি পর্যন্ত। রানিং অ্যাপটা ডাউনলোড করুন আর চ্যালেঞ্জের জন্য নাম লিখিয়ে ফেলুন। এটা আমাদের সঙ্গে প্লাস্টিক বর্জ্যের লড়াই।’
এনইউ