কয়েক দিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের আগে দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে খেলবেন ওয়ানডে স্কোয়াডে থাকা সদস্যরা। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 

বুধবার প্রস্তুতি ম্যাচের দুই দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে বিসিবি রেডের নেতৃত্বে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও বিসিবি গ্রিনের অধিনায়কত্ব করবেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

কিন্তু এই দল ভাগ করা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। স্বীকৃত কোনো উইকেট রক্ষক নেই বিসিবি গ্রিন দলে। স্কোয়াডে থাকা তিন স্বীকৃত উইকেটরক্ষক মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন সবাই খেলবেন বিসিবি রেডের হয়ে। তাহলে গ্রিনের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন কে? তা জানতে অপেক্ষা করতে হবে কাল অবধি। 

বিসিবি রেড দল : তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মোঃ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বিসিবি গ্রিন: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম।

এমএইচ