শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি গা গরম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যার প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মুখোমুখি হয়েছে লাল দল ও সবুজ দল। আগে ব্যাট করা সবুজ দলের হয়ে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ফিরেছেন ২০ বলে ২৭ রান করে।

ম্যাচে টস জিতে সবুজ দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লাল দলের অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১২১ রান সংগ্রহ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল। দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার বাকিদের সুযোগ দিতে অবসরে গেছেন ব্যক্তিগত ফিফটি স্বাদ নেওয়ার আগে। 

অবশ্য ইনিংসের শুরুতেই একবার রান আউট হয়েছিলেন সৌম্য। মুস্তাফিজুর রহমানের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে সোজা ব্যাটে খেলেন নাঈম, বোলার মুস্তাফিজের হাতের ছোঁয়া লেগে স্টাম্পে আঘাত করে বল। বিপরীত প্রান্তে তখন নিজের সীমানার বাইরে ছিলেন সৌম্য। ফিল্ডারের কড়া আবেদনে আউটের সিদ্ধান্ত দেন ফিল্ড আম্পায়ার। তখন ২ রানে ব্যাট করছিলেন এই বাঁহাতি।

আউট হয়ে প্যাভিলিয়নে পথ ধরা সৌম্যকে আটকান হেড কোচ রাসেল ডমিঙ্গো। দীর্ঘদিন ধরেই সৌম্যর ব্যাটে রান নেই, এজন্য পরিপূর্ণ প্রস্তুতি সারতে তাকে আবার ব্যাটিংয়ে পাঠানো হয়। জানা গেছে, সৌম্য ৪০ ঊর্ধ্ব ইনিংস খেলে অবসরে গেছেন। নাঈম অবসরের আগে করেছেন ৪৮ রান। 

তবে আইপিএল থেকে ফেরা সাকিব ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। শেখ মেহেদী হাসানের বলে আউট হয়েছেন ২৭ রানে। মোহাম্মদ মিঠুনও ব্যাটিং প্রস্তুতিটা সারতে পারেননি ঠিকঠাক। ৩ রান করে আউট হন তিনি।

টিআইএস/এটি