পিএসজিকে ফরাসি কাপ এনে দিলেন এমবাপে
লিগের ফয়সালা এখনো হয়নি, তবে এরই আগে ফরাসি কাপ নিজেদের করে নিয়েছে পিএসজি। নেইমারকে ছাড়া খেলতে নেমে তার অভাব বুঝতেই পারেনি দলটি, কিলিয়ান এমবাপে ছিলেন যে! করেছেন একটি, করিয়েছেনও একটি গোল। তাতেই মোনাকোকে ২-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জেতে কোচ মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
নেইমারের নিষেধাজ্ঞাটা ছিল শৃঙ্খলাভঙ্গের কারণে। মাসখানেক আগে লিলের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা মেরে দুই ম্যাচ নিষিদ্ধ হন, সঙ্গে জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে এমন কিছুর পুনরাবৃত্তি ঘটলে পেতে হবে আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা। পিএসজির শেষ ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে আবারও প্রতিপক্ষকে ধাক্কা মারেন, হলুদ কার্ড দেখলেও ফরাসি ফুটবল কর্তৃপক্ষ এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করে তার ওপর।
বিজ্ঞাপন
তবে নেইমারকে ছাড়া যে খেলছে পিএসজি, তা বুঝতেই দেননি এমবাপে। ১৯ মিনিটে ঢোকেন মোনাকো বক্সে। গোলরক্ষক এগিয়ে এসে বল ঠেকাতে চাইলে ফাঁকায় থাকা মাউরো ইকার্দিকে পাস বাড়ান তিনি। সুবর্ণ সুযোগটা হাতছাড়া করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।
৮১ মিনিটে ম্যাচের সব অনিশ্চয়তা দূর করেন এমবাপে নিজেই। আনহেল ডি মারিয়ার থ্রু থেকে পাওয়া বলটা গোলরক্ষককে চিপ করে পাঠান জালে। তবে গোল আরও একটা পেতে পারতেন তিনি। আগের মিনিটেই যে দূরপাল্লার এক শট লাগে ক্রসবারে। গোলটা না হওয়ায় পিএসজির অবশ্য খুব একটা সমস্যা হয়নি। ২-০ গোলের জয় তো পরে পেয়েছেই! সঙ্গে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৪তম শিরোপাও।
বিজ্ঞাপন
তবে এ জয়ের পরেও এমবাপে নিজে অবশ্য প্রশংসায় ভাসালেন দলীয় চেষ্টাকে। বললেন, ‘এটা জিততে আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করেছি। সবার চেষ্টাতেই এসেছে এ জয়।’ পিএসজির মতো ফ্রান্স ও বিশ্বের অন্যতম বড় ক্লাবে খেলবেন, এটা জেনেই দলে ভিড়বেন যে প্রতিটি শিরোপাই জিতবে আপনার দল। তারই অংশ হতে চাই আমরা।’
এনইউ