গুরুকে হারালেন কোহলি
কোচ সুরেশ বাত্রার সঙ্গে বিরাট কোহলি/ফাইল ছবি
বিশ্বক্রিকেটে সময়ের অন্যতম সেরাদের একজন বিরাট কোহলি। বিভিন্ন রেকর্ড ভাঙছেন প্রতিনিয়ত। খুব কাছাকাছি আছেন শচীনের অনন্য ১০০ সেঞ্চুরিরও। সে কোহলিকে গড়ার কারিগর সুরেশ বাত্রা চলে গেছেন না ফেরার দেশে।
শচীন টেন্ডুলকারকে যেমন গড়েছিলেন রমাকান্ত আরচেকার, রাহুল দ্রাবিড়কে যেমন ক্রিকেটের দীক্ষা দিয়েছিলেন কেকি তারাপোড়ে, ঠিক তেমনি বিরাট কোহলিকে আজকের কোহলি করার পেছনের কারিগর ছিলেন সুরেশ। কিশোর বয়সে তার কাছেই ক্রিকেটের নানা পাঠ নিয়েছেন ভারতীয় অধিনায়ক, কোচ রাজকুমার শর্মার সহকারী ছিলেন সুরেশ। তার এ মৃত্যুতে শোকাহত হয়েছেন কোহলি।
বিজ্ঞাপন
মাত্র ৫৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে যাওয়া সুরেশ মৃত্যু দিনেও ছিলেন বেশ স্বাভাবিক। তার মৃত্যুর খবরটা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক বিজয় লোকপালি। ব্যক্তিগত টুইটারে তিনি লিখেন, ‘বিরাট কোহলিকে তার কিশোর বয়সে প্রশিক্ষন দেওয়া সুরেশ বাত্রা বৃহস্পতিবার পৃথিবী ত্যাগ করেছেন। সকালে প্রতিদিনের মত পূজা শেষ করেছেন এবং এরপর হঠাৎই তিনি ঢলে পড়েন মৃত্যুর কোলে।’
শুধু কোহলিকেই নয়, তাকে ছাড়াও মনজ্যোৎ কালরাকে কোচিং করিয়েছিলেন সুরেশ। ২০১৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তার ব্যাটে শতরানের ইনিংসে চড়েই তো শিরোপাজয় হয়েছিল ভারতের।
বিজ্ঞাপন
এনইউ/এটি