সৌম্য সরকার/ফাইল ছবি

ম্যাচের আগের দিন গতকাল (শনিবার) বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো আভাস দিয়েছিলেন, খেলানো হতে পারে তিন পেসার। আজ (রোববার) প্রথম ওয়ানডের একাদশে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ তিন পেসার রেখেছে টাইগাররা। বাকি দুজন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।

ম্যাচের আগে করোনাভাইরাস বেশ নাটকীয় পরিস্থিতি তৈরি করে। শ্রীলঙ্কা দলের এক সদস্যের টেস্টের ফল পেজেটিভ আসলেও পূর্ব নিধারিত সময়েই টস হয়। যেখানে টস ভাগ্য কথা বলে অধিনায়ক তামিম ইকবালের হয়ে। টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

প্রথম ম্যাচের একাদশে অবশ্য সুযোগ পাননি অলরাউন্ডার সৌম্য সরকার। তবে একাদশে আছেন মোহাম্মদ মিঠুন। মেহেদি হাসান ও মোসাদ্দেক হোসেনকে পেছনে ফেলে প্রথম সুযোগটা পেলেন আফিফ হোসেন। দুই সিরিজ বিশ্রাম শেষে দলে ফিরেছেন সাকিব।

এদিকে প্রস্তুতি ম্যাচে ভাল ব্যাটিংয়ের পরও প্রথম ওয়ানডেতে দলে জায়গা পাননি কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। এই ম্যাচ দিয়ে নেতৃত্বের অভিষেক হচ্ছে ওপেনার কুসল পেরেরার। একাদশে নেই আকিলা দনাঞ্জয়া। তবে আছেন দুই স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা ও লাকশান সান্দাকান।  

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

টিআইএস/এটি