শ্রীলঙ্কায় এসে করোনা পজিটিভ মঈন
মঈন আলী। ফাইল ছবি
গত মার্চে হঠাৎই হানা দেয় করোনাভাইরাস। থমকে যায় পুরো পৃথিবী। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। ওই সিরিজ খেলতে রোববার বিশেষ বিমানে করে শ্রীলঙ্কায় এসেছে তারা।
তবে দেশটিতে পা দেয়ার পর বড় এক দুঃসংবাদ শুনতে হয়েছে ইংলিশদের। করোনা পজিটিভ হয়েছেন অলরাউন্ডার মঈন আলী। শ্রীলঙ্কায় পৌঁছে পিসিআর টেস্টে পজিটিভ এসেছেন তিনি।
বিজ্ঞাপন
আপাতত শ্রীলঙ্কা সরকারের নিয়ম মেনে ১০ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে মঈন আলীকে। তার সঙ্গে পর্যবেক্ষণে রাখা হবে ক্রিস ওকসকেও। মঈনের সংস্পর্শের আসার সম্ভাবনার কারণেই এমনটি করা হবে।
করোনা পজিটিভ হওয়ায় ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম টেস্টে মঈনের খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার কোয়রান্টাইনে থাকার সময় ইংল্যান্ড দল দু’ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ওই সময় প্রবেশ করতে দেওয়া হবে না স্থানীয় কাউকে।
এমএইচ