ফাইল ছবি

করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ দল। চলতি জানুয়ারি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে সব ছাপিয়ে আলোচলায় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত এই সাবেক অধিনায়ককে দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ হিসেবে জানানো হয়েছে, ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনায় নেই এই পেসার।

শেষবার অধিনায়কের দায়িত্ব নিয়ে দলকে ঢেলে সাজিয়েছিলেন মাশরাফি। তার হাত ধরেই উন্নতির শিখরে পৌঁছেছে টাইগাররা। তবে বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ মলিন তার পারফরম্যান্স। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ছেড়েছেন অধিনায়কের দায়িত্ব। বয়সের কোটাও ৩৭ ছুঁয়েছে। সব দিক বিবেচনায় উইন্ডিজের বিপক্ষে মাশরাফিকে দলে রাখেনি নির্বাচকরা।

মাশরাফিকে দলে না রাখার কারণ স্পষ্ট করতে গিয়ে সোমবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘অবশ্যই সবসময় ওর প্রতি সম্মান আছে আমাদের। সে আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে বাস্তবতা আমাদেরকে মানতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

নান্নু আরও বলেন, ‘আমাদের দৃষ্টি ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনায়। এটি আমাদের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা এবং আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য মাশরাফিকে দলের বাইরে রাখতে হয়েছে। সেই হিসেবে আমরা মনে করি যে, নতুনভাবে পথা চলা। মাশরাফির জায়গায় যেই খেলবে, তার জন্য অনেক বড় সুযোগ।’ 

মাশরাফির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নান্নু। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়াই লক্ষ্য ছিল নির্বাচক ও টিম ম্যানেজম্যান্টের।

নান্নু জানান, ‘অবশ্যই আমি ওর সাথে কথা বলেছি। বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আমার যতটুকু বলার ছিল, তা বলে দিয়েছি। ভালোই আলোচনা হয়েছে, যার কারণে ভুল বুঝাবুঝির কিছুই নেই। এখানে অনেক প্রসঙ্গ এসেছে। টিম ম্যানেজমেন্টসহ আমরা অনেক আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছি।’

এমন সিদ্ধান্তে জাতীয় দলে মাশরাফির ভবিষ্যৎ কি হবে সেটি অবশ্য খোলসা করেননি নান্নু। বল ঠেলেছেন মাশরাফির কোর্টে।

‘আমরা দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদেরকে তরুণ খেলোয়াড়দের সুযোগের জায়গা করে দিতে হবে। মাশরাফি তো খেলা চালিয়ে যাবে। এটা ওর ওপর নির্ভর করবে। ঘরোয়া ক্রিকেট খেলবে, দেখা যাক কি হয়। আমরা বলতে পারতেছি না ভবিষ্যতে ওর পারফরম্যান্স কি হবে না হবে।’ জানালেন মিনহাজুল আবেদীন নান্নু।

টিআইএস/এটি