মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার- ছবি: বিসিবি

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন এসেছে অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের হাত ধরে। তাদের কল্যাণেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে টাইগাররা। ওই দলের সব ক্রিকেটারই তাই ক্রিকেট বোর্ড কিংবা সমর্থক সবারই নজরে আছেন আলাদাভাবে। 

সর্বশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও দারুণ পারফরম্যান্স করে নিজেদের চিনিয়েছেন বিশ্বকাপজয়ী বেশ কিছু ক্রিকেটার। তার মধ্যে পেসার শরিফুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলের প্রাথমিক স্কোয়াডে। 

তবে এখনই তাদের জাতীয় দলের জন্য সবাইকে বিবেচনা করতে চান না নির্বাচকরা। বরং একটা প্রক্রিয়াদের মধ্যে দিয়ে আকবর আলীদের তৈরি করতে চান তারা। সোমবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার এমনটিই জানিয়েছেন। 

তিনি বলেন, ‘অবশ্যই ওদেরকে হাইলি রেট করে। বিশেষত এইচপিতে যে খেলোয়াড়রা আছে ওদেরকে কিন্তু আমরা যে জায়গায়  চিন্তা ভাবনা করছিলাম লাল বল, সাদা বলে আলাদাভাবে ওদেরকে গড়ে তোলার জন্য ঠিক ওভাবেই কিন্তু আমরা গড়ে তুলছি। কিছু খেলোয়াড় যথেষ্ট নজর কেড়েছে।’

সামনে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে বেশ কিছু ক্রিকেটার সুযোগ পেতে পারেন বলে আভাস দেন নান্নু, ‘আমরা একটু সময় দিতে চাচ্ছি। এখনই  জাতীয় দলের জন্য বিবেচনা করছি না। আমার বিশ্বাস এই পাইপলাইন থেকে আমরা ভালো কিছু খেলোয়াড় পাব এবং সামনে আয়ারল্যান্ড আসছে। আয়ারল্যান্ড এ টিম ,হাইপারফরম্যান্স ইউনিট। আমরা আশা করি তখন কিছু খেলোয়াড়কে লাল বল সাদা বলে আলাদাভাবে তৈরি করবো।’

প্রধান নির্বাচকের সঙ্গে একই সুরে কথা বলেছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও। হাই পারফরম্যান্স দলে থাকা ক্রিকেটার ও অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ীদের ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

বাশার বলেন, ‘আমাদের হাই পারফম্যান্সের যে প্লেয়ারগুলো দেখছেন তারা কিন্তু দুই বছর ধরে আছে, নতুন অনুর্ধ্ব ১৯ থেকে নতুন একটা ইউনিট যুক্ত হয়েছে। ওরা এখানে সুযোগ পেয়েছে ওদেরকে সামনে দেখব। আর যারা এই দলে আছে আপনারা দেখেন তারা কিন্তু কম বেশি তিন চার বছর ধরে আমাদের পাইপলাইনে আছেন। তাদেরকে আমরা ধীরে ধীরে গড়ে তুলছি।’

এমএইচ/এটি