অবশেষে জিম নির্মাণে হাত দিল বাফুফে
সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাফুফে জিম নির্মাণের কাজ। দুপুরে বাফুফে ভবনের সামনের মাঠে মাটি খননের মধ্যে দিয়ে জিম নির্মাণের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। আগের দুই মেয়াদে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে এবার জিম নির্মাণে হাত দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সোমবার বলেন, ‘আমরা সুন্দর একটি জিম উপহার দেব। যাতে শুধু জাতীয় দল নয়, ক্লাবগুলোও উপকৃত হয়।’
বিজ্ঞাপন
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তিন মাসের মধ্যে জিম উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেছেন। এই বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদেরও ইচ্ছ যত দ্রুত সম্ভব ব্যবহার উপযোগী করে উদ্বোধন করার। দ্রুত করতে গিয়ে কোনোভাবেই আমরা মানের দিকে আপোস করব না। নিখুঁত ভাবেই করব। ’
বাংলাদেশের ফুটবলাঙ্গনে প্রথমবারের মতো জিম হচ্ছে। কাজী সালাউদ্দিনের প্যানেল গত দুই নির্বাচনে জিম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই দুই মেয়াদে প্রতিশ্রুতি পূরণ ব্যর্থ হলেও এবার নির্বাচনের তিন মাসের মধ্যেই অঙ্গীকার পূরণের পথে হাঁটছে সালাউদ্দিনরা।
বিজ্ঞাপন
এজেড/এটি