তিন দিনেই টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা
এই ছবিটাই যেন পুরো ম্যাচের প্রতিচ্ছবি। ছবি : ইএসপিএন ক্রিকইনফো।
মার্চে অসমাপ্ত সিরিজ ফেলে শ্রীলঙ্কা থেকে চলে গিয়েছিল ইংল্যান্ড। করোনায় আটকে যাওয়া ওই সিরিজ শেষ করতে রোববার শ্রীলঙ্কায় পৌঁছেছে ইংলিশরা। অথচ স্বাগতিকরা তখন ব্যস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে। যেখানে লঙ্কান ক্রিকেটারদের মধ্যে যেন বাড়ি ফেরার তাড়াটাই দেখা গেল!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এনরিক নরকিয়া, লুঙ্গি এনগিডিদের তোপের মুখে জোহানেসবার্গে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে তারা। টেস্ট শেষ হয়েছে মাত্র তিন দিনে। দ্বিতীয় দিনেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন প্রোটিয়া বোলাররা।
বিজ্ঞাপন
শেষদিনে এসে খুব একটা লড়াই করতে পারেনি শ্রীলঙ্কা। আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা করুণারত্মে তৃতীয় দিনে এসে পান নিজের টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। তবে তাকে আর বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি নরকিয়া।
তার বলে মোল্ডারে হাতে ক্যাচ দিলে শেষ হয় লঙ্কান অধিনায়কের ১২৮ বলে ১৯ চারে গড়া ১০৩ রানের ইনিংস। তার বিদায়ের পরই মূলত শেষ হয়ে যায় শ্রীলঙ্কান ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২১১ রান করে স্বাগতিকদের সামনে মাত্র ৬৭ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা।
বিজ্ঞাপন
কোনো উইকেট না হারিয়েই এই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। এইডেন মার্করাম ৩৬ ও ডিন এলগার করেন ৩১ রান। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ইনিংস ও ৪৫ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা- ১৫৭ ও ২১১ রান
দক্ষিণ আফ্রিকা-৩০২ ও ৬৭ রান
এমএইচ