বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফাইল ছবি

কোনো রকম সংশয় ও দ্বিধা ছাড়াই তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার। কিন্তু ক্যারিয়ারের সোনালি সময় ইতোমধ্যেই পার করে ফেলেছেন তিনি। এখন হরহামেশাই প্রশ্ন ওঠে তামিমের ব্যাটিং নিয়ে। সংক্ষিপ্ত সংস্করণে সেটা বেশি। 

তামিমের খেলার ধরণ অনেক দিন ধরেই প্রশ্নবিদ্ধ। টি-টোয়েন্টিতে তার ধীরগতির ব্যাটিং দলের জন্য ক্ষতির কারণ বলে সমালোচনা রয়েছে। তবে বরাবরই সেটাকে ঠিক মনে করে আসছেন তিনি। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করাটা ট্রেন্ড হয়ে গেছে বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

কিছুটা বিরক্তি নিয়েই তিনি বলেন, ‘স্ট্রাইক রেটের বিষয়ে প্রশ্ন করা এখন ট্রেন্ড হয়ে গেছে। সামনে হয়তো আরেকটা নতুন ট্রেন্ড দাঁড়িয়ে যাবে। আপনি ১০ বছর পেছনে ফিরলেও দেখবেন তখন হয়তো অন্য কোনো ট্রেন্ড ছিল।’

টি-টোয়েন্টিতে নিজের খেলায় উন্নতি করেছেন বলেও মনে করেন তামিম, ‘আমার মতে টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক উন্নতি করেছি। তবে আমি মনে করি ওয়ানডে ও টেস্টের তুলনায় টি-টোয়েন্টিতে এখনো সেভাবে তেমন কিছু অর্জন করতে পারিনি।’

দলের স্বার্থেই সবসময় ব্যাটিং করেন বলে জানিয়েছেন তামিম। দল সফল হলে ধীরগতির ব্যাটিং নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে জানান তিনি।  

তামিম বলেন, ‘দল যদি আমার স্ট্রাইক রেটের সুফল পায় তাহলে আমার অবশ্যই কোনো মাথা ব্যথা নেই, সেটা ১১০ হোক কিংবা ১৫০। কিন্তু যখনই আমার মনে হবে আমি ভুল কিছু করেছি বা আমার কারণে দলের সমস্যা হচ্ছে, তাহলে আমিই সেটা সবার আগে মেনে নেব। কখনো এর পক্ষে যুক্তি দেবো না।’

এমএইচ/এটি