ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে এখনও তেমন কোন অবস্থানই করে নিতে পারেনি ওমান। কিন্তু এই দেশটিতেই এবার বসবে টেস্ট ক্রিকেট। না, তাদের এই অভিজাত ফরম্যাটে খেলার সম্ভাবনা নিকট ভবিষ্যতে নেই বললেই চলে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তরফ থেকে নিশ্চিত খবর টেস্ট ভেন্যু হচ্ছে আল আমারাতে ওমান ক্রিকেট একাডেমির এক নম্বর মাঠটি।

সংযুক্ত আরব আমিরাত ও ভারতের পর এবার আফগানিস্তানের নতুন ‘হোম’ ভেন্যু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।

ওমানের এক নম্বর মাঠ আল আমারাতে ক্রিকেট একাডেমি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মানে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি আয়োজনের জন্য স্বীকৃতি পেয়েছে আইসিসির। তার পথ ধরে এই জানুয়ারিতেই আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে ২৬ জানুয়ারি। পরের দুটি ২৯ ও ৩১ জানুয়ারি।

তারপরই এই মাঠের টেস্ট অভিষেক। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও লড়বে দুই দল। সব মিলিয়ে ক্রিকেট বেশ জমে উঠবে ওমানে।

এমন খবরে যেন হাওয়ায় উড়ছেন ওমান ক্রিকেটের সচিব মাধু জেসরানি। বলছিলেন, ‘এটি ওমান ক্রিকেটের জন্য দারুণ এক অর্জন। সুখবর দিয়েই আমাদের নতুন বছর শুরু হলো। ভাবতে গর্ব হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ছাড়া শুধু ওমানই একমাত্র সহযোগী দেশ- যেখানে টেস্ট ম্যাচ হবে।’

অবশ্য তার আগে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে ওমানের। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির মানদণ্ড অনুযায়ী সুযোগ-সুবিধা থাকার পরই এই স্বীকৃতি পেয়েছে আল আমারাতে ওমান ক্রিকেট একাডেমি।

এটি/এনইউ