চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক। ফাইল ছবি

ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল চারটায় প্রথম সেমিতে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস। 

সেমি-ফাইনালের চার দলের মধ্যে একমাত্র মারুফুল হকই দেশি কোচ। বাকি তিন দলের কোচ বিদেশি। সেমফাইনালে মাঠে নামার আগে দেশের অন্যতম সেরা কোচ নিজ দল চট্টগ্রাম আবাহনীর চেয়ে প্রতিপক্ষ সাইফ স্পোর্টিংকে এগিয়ে রাখছেন। তিনি বলেন, ‘সাইফ অত্যন্ত শক্তিশালী দল। তারা কোয়ার্টারে মোহামেডানের বিরুদ্ধে দুর্দান্ত ম্যাচ খেলে এসেছে।’ 

চট্টগ্রাম আবাহনী কোয়ার্টারে অতিরিক্ত সময়ে শেখ রাসেলকে হারিয়েছে। আর সাইফ স্পোর্টিং সাডেন ডেথে ঢাকা মোহামেডানকে। মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে মারুফুল হক শিষ্যদের টাইব্রেকার অনুশীলন করিয়েছেন অনেকক্ষণ। যদিও তিনি আশাবাদী নির্ধারিত সময়েই খেলা শেষ করা নিয়ে ,‘ আমরা চেষ্টা করব নির্ধারিত সময়েই ফল বের করতে।’
 
মারুফুল হকের অ্যাটাকিং লাইন ইনজুরি জর্জরিত। ফরোয়ার্ড সাখওয়াত রনি ব্যথা পেয়েছন, ব্রাজিলিয়ান ফ্রান্সিসেরও হালকা চোট রয়েছে। ম্যাথু চিন্ডো করোনা নেগেটিভ হয়ে ফিরেছেন মাত্র। ইনজুরি সমস্যা থাকলেও দৃঢ় প্রত্যয়ী মারুফুল হক, ‘সমস্যা থাকবেই। সেই সমস্যাকে আমলে নিয়ে কৌশল সাজাতে হবে।’

প্রতিপক্ষ সাইফের বেলজিয়ান কোচ পল পুটের প্রশংসা করলেন দেশ সেরা এই কোচ, ‘পল পুট অনেক বড় মাপের কোচ। সেটা ইতোমধ্যে তিনি তার খেলার ধরনের মাধ্যমে প্রকাশ করেছেন। সেমিফাইনালে তার কৌশলের উপর আমার পরিকল্পনা অনেকাংশে নির্ভর করবে।’

সাইফ স্পোর্টিং প্রথমবারের মতো ফেডারেশন কাপের সেমিফাইনাল খেলছে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী ২০১৭ সালে একবার ফাইনাল খেলেছিল। ঢাকা আবাহনীর বিরুদ্ধে হেরে রানার্স আপ হয়েছিল চট্টলার দলটি। 

এজেড/ এমএইচ