শেষ কয়েক বছরে বিশ্বক্রিকেট কম পরিবর্তন দেখেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখেছে, অগুরুত্বপূর্ণ সিরিজ কমাতে এসেছে আইসিসির ওয়ার্ল্ড কাপ সুপার লিগও। তবে সামনের দিনে এ পরিবর্তন আসতে যাচ্ছে আরও। হারিয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরেছে, বিশ্বকাপে দল বেড়েছে, এ সব সিদ্ধান্ত এসেছে গত ১ জুনের সভায়।

ওয়ানডে বিশ্বকাপের দলসংখ্যা নামিয়ে আনা হয়েছিল ১০-এ। সে সংখ্যা আবারও ১৪তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এসেছে এখানে। সঙ্গে সঙ্গে সুপার সিক্স পদ্ধতিও ফিরবে। বাড়বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলও। দল হবে ২০টি। 

সঙ্গে নির্ধারিত হয়েছে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত সূচিও। যে সূচিতে আট বছরে ছয়টি বিশ্বকাপ দেখবে পুরুষদের ক্রিকেট, সঙ্গে চার টেস্ট চ্যাম্পিয়নশিপ। সঙ্গে নারী ক্রিকেটও দেখবে সমান ছয়টি বিশ্বকাপ। 

১ জুনের সভায় আইসিসি নিম্নলিখিত সূচি নির্ধারণ করেছে-

২০২৪
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫টি ম্যাচ)।
২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১০ দল, ২৩টি ম্যাচ)।
৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০২৫
১. ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (৮ দল, ১৫ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১টি ম্যাচ)।
৩. মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (৮ দল, ৩১টি ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৬
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০২৭
১. ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ (১৪ দল, ৫৪ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
৩. মেয়েদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি (৬ দল, ১৬ ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৮
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০২৯
১. ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (৮ দল, ১৫ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
৩. মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (১০ দল, ৪৮ ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০৩০
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০৩১
১. ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ (১৪ দল, ৫৪ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
৩. মেয়েদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি (৬ দল, ১৬ ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।