টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের যত হ্যাটট্রিক
হ্যাটট্রিকের সুবাদে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে আলাউদ্দিন বাবুর হাতেই/ওয়ালটন
সকাল থেকেই হেসে উঠেছে সূর্য। আলো ঝলমলে চারপাশ। মিরপুরের শেরেবাংলার সকালটা আরও চনমনে করে দিলেন আলাউদ্দিন বাবু। ঘরোয়া ক্রিকেটের খোঁজ খবর যারা রাখেন তাদের কাছে নামটি অবশ্য অপরিচিত নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন সেই ২০১০ সাল থেকে। সেই পেসাররের যদিও জাতীয় দলে খেলার সুযোগ আসেনি। তবে ঢাকার ক্রিকেটে আলাদা একটা জায়গা করে নিয়েছেন রংপুরের এই ক্রিকেটার। বৃহস্পতিবার নতুন এক উচ্চতায় পা রাখলেন আলাউদ্দিন বাবু!
এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ডানহাতি পেসার গড়লেন অনন্য কীর্তি। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করলেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটে লিজেন্ডসদের ব্যাটসম্যান মুক্তার আলী, সোহাগ গাজী ও নাবিল সামাদকে আউট করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আলাউদ্দিন।
ম্যাচের ১৮তম ওভারের পঞ্চম বলে হ্যাটট্রিক মিশন শুরু। তার শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন মুক্তার আলী। দৌড়ে মিড উইকেটে এসে দুর্দান্ত ক্যাচ নেন নাঈম ইসলাম জুনিয়র। এরপরের বলে সোহাগকে বোকা বানান। ২০তম ওভারে নিজের শেষ ওভারে এসেই ফের পেয়ে যান সাফল্য। আলাউদ্দিনের প্রথম বলে নাবিল ক্যাচ দেন কভারে। ব্যস, হ্যাটট্রিক!
বিজ্ঞাপন
এদিন নিজের প্রথম স্পেলে নেন ওপেনার আজমিরের উইকেট। ৩.১ ওভারে ২১ রানে ৪ উইকেট। বোলিং ফিগারটা এমন- ৩.১-০-২১-৪!
বাংলাদেশের ক্রিকেটারদের ষষ্ঠ হ্যাটট্রিক এটি। আর ২৯ বছর বয়সী ডানহাতি এ পেসার পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে পেলেন হ্যাটট্রিকের স্বাদ। আলাউদ্দিনের আগে হ্যাটট্রিক রয়েছে আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম, মানিক খান ও কামরুল ইসলাম রাব্বী। এরমধ্যে পেসার আল-আমিন হ্যাটট্রিক করেছেন দুইবার। এ কারণেই আলাউদ্দিনেরটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের ষষ্ঠ হ্যাটট্রিক, বোলার যদিও তিনি পঞ্চম।
সিলেটে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি-টোয়েন্টিতে আল আমিন হ্যাটট্রিকসহ নেন ৫ উইকেট। ২০১৬ বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকটি পান তিনি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশির মধ্যে হ্যাটট্রিক করেছেন যারা
আল আমিন হোসেন (বিসিবি একাদশ) - প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
আল আমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টার্স (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
মানিক খান (প্রাইম দোলেশ্বর) - প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) - প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) - প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ (২০২১)
এটি/এনইউ