ব্রিসবেন টেস্ট না খেলেই ফিরতে পারে ভারত!
ছবি: সংগৃহীত
কুইন্সল্যান্ডের ব্রিসবেনে কঠোর কোয়ারেন্টিন নীতি নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে ভারতীয় বোর্ডের চাপানউতোর চলছে বেশ কিছুদিন ধরেই। আগুনে ঘি ঢেলেছে কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য। যেখানে তিনি কড়া ভাষায় জানিয়েছেন, নিয়ম না মানলে তার রাজ্যে যাওয়ার দরকার নেই ভারতীয় দলের। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ভাবছে ভারত। পাচ্ছে বর্ণবৈষম্যের আঁচও। এমনকি ভাবছে চতুর্থ টেস্ট না খেলে দেশে ফেরার কথাও!
‘ভারতীয়রা যদি এখানে নিয়ম না মেনে খেলতে চায়, তা হলে ওদের আসতে হবে না’-স্বাস্থ্যমন্ত্রী রস বেটসের কাছ থেকে এ ধরনের মন্তব্য মোটেও আশা করেনি ভারত, জানাচ্ছেন ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেছেন, ‘ভারত নিয়ম মানতে চায় না, এই তথ্য পুরোপুরি অসত্য। আর কুইন্সল্যান্ডের মন্ত্রী যে সুরে কথা বলেছেন, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। কোনো আতিথেয়তার উদাহরণ হতে পারে না এটা। এর কারণে ভারতীয় বোর্ডকে চতুর্থ টেস্ট নিয়ে নতুন করে চিন্তা করতেই হচ্ছে। এই মন্তব্য বর্ণবৈষম্যের সীমানাতেও চলে যাচ্ছে।’
বিজ্ঞাপন
এদিকে কুইন্সল্যান্ডের ক্রীড়ামন্ত্রী টিম ম্যান্ডারও স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যই সমর্থন করলেন। তিনি বলেছেন, ‘ভারত যদি কোয়ারেন্টিন গাইডলাইন মানতে না চায়, তা হলে ওদের আসার দরকার নেই। নিয়ম সবার জন্য একই।’
তবে অস্ট্রেলিয়া বোর্ড জানাচ্ছে, এ নিয়ে দুপক্ষের মধ্যে এখনো আলোচনাই হয়নি। এমনকি ব্রিসবেন টেস্ট নিয়ে কোনো আপত্তিও তোলেনি বিসিসিআই! প্রধান কার্যনির্বাহী নিক হকলি বলেন, ‘ওদের সঙ্গে আমাদের প্রতিদিনই কথা হচ্ছে। ভারতীয় বোর্ডের কাছ থেকে আমরা সরকারি কোনও বার্তা পাইনি। আমরা ওদের জানিয়ে দিয়েছি, ব্রিসবেনে কী কী করণীয়। সেখানে কোথাও ওরা আপত্তি করেনি।’
বিজ্ঞাপন
মেলবোর্ন টেস্টের পর রোহিত শর্মাসহ মোট পাঁচ ক্রিকেটারের জৈবসুরক্ষা বলয় ভেঙে নৈশভোজে যাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তাদেরকে তাৎক্ষণিকভাবেই সতর্কতামূলক আইসোলেশনে পাঠানো হয়েছিল। এ নিয়ে তদন্তও হচ্ছে। তবে গতকাল সোমবার সেই পাঁচ ক্রিকেটারকে নিয়েই সিডনি পৌঁছেছে ভারত।
শেষমেশ যদি সিরিজের চতুর্থ টেস্ট বাতিলই হয়, তবে বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়বে অস্ট্রেলিয়া। দুই পক্ষের সম্পর্কও পড়ে যাবে হুমকির মুখে।
এনইউ