ছবি: সংগৃহীত

শনিবার দুপুরে হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে যেতে হয়েছিলো ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। আন্তর্জালে ছড়িয়ে পড়েছিল ‘হার্ট অ্যাটাক’ হয়েছে সৌরভের। তবে মঙ্গলবার তাকে পর্যবেক্ষণের পর ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি জানালেন, সেরকম কিছু হয়নি তার। কেবল ধমনীতে ব্লক ছিল তার।

দেবীর ভাষ্য, ‘সৌরভের ধমনীতে ব্লক ছিল। কোনো মায়োকর্ডিয়াল ইনফ্রাকশন কিংবা হার্ট অ্যাটাক গোছের কিছু হয়নি আদৌ।’

আগেই সংবাদ মাধ্যমে এসেছিল, ‘গোল্ডেন আওয়ার’ তৎপরতার বলেই বেঁচে গেছেন সৌরভ। দেবীও জানালেন তেমন কিছুই। বললেন, ‘হার্ট অ্যাটাকের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল শরীরে। ঠিক সময়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা প্রয়োজন ছিল। ভাগ্য ভালো, সেটাই জরুরী ভিত্তিতে করা হয়েছে। এ কারণেই খুব বড় বিপদ হয়নি, হৃদযন্ত্রের মাংসপেশিতে কোন ক্ষতি হয়নি।’

সৌরভের ছুটির প্রসঙ্গে দুটো মত ছিল মেডিক্যাল বোর্ডে। প্রথম পক্ষের মত ছিল কোনো ছুটি না দিয়ে দিন তিনেকের বিশ্রামের পর বাকি দুটো অ্যাঞ্জিওপ্লাস্টি করে ফেলা হোক। কিন্তু দ্বিতীয় পক্ষের মত ছিল ছুটি দিয়ে সপ্তাহ দুয়েক পর অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পক্ষে। সেক্ষেত্রে হৃদযন্ত্র প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টির ধকলও সয়ে যেতে পারবে।

দেবী শেঠি জানালেন, শেষ মতটাই বেশি নিরাপদ। আর তাই তার মতও গেছে দুই সপ্তাহের বিশ্রামের দিকেই। বললেন, ‘দুটো মতই ঠিক এখানে। এবারই বাকি ব্লকগুলোর অ্যাঞ্জিওপ্লাস্টি করে ফেলা যেত, কোন সমস্যাও হতো না হয়তো। কিন্তু আমরা চিকিৎসকেরা রোগীর কথা ভেবে সবসময়ই একটু বেশি নিরাপদ জায়গায় থাকতে চাই। এ কারণেই দ্বিতীয় মতটাই গ্রহণ করা হয়েছে তার ক্ষেত্রে।’

এনইউ