আবাহনী-মোহামেডান ম্যাচে সাকিব কাণ্ডে এবার সরব হয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। তিনি অবশ্য পরোক্ষভাবে সাকিবের ক্রিকেটের স্বার্থে অন্যায় অনিয়মের প্রতিবাদকে সমর্থনই করেছেন। 

গণমাধ্যমে একপেশেভাবে সাকিব আল হাসানের সমালোচনা করাকে তিনি ইতিবাচকভাবে দেখেননি। সত্যিকারের ক্রিকেটপ্রেমীদের তিনি সচেতন হওয়ার অনুরোধ করেছেন। কিছুক্ষণ আগে নিজের ফেসবুক পেজে তিনি এমন পোস্ট দেন।

শিশির তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লেখেন, ‘এই ঘটনাটাকে গণমাধ্যমের মতোই আমি উপভোগ করছি, অবশেষে কোনো দেখানোর মতো খবর যে এসেছে টিভিতে! অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাহস দেখানো একজনকে যেভাবে জনগণ সমর্থন দিচ্ছে, সেটা দেখতে পারা সত্যিই দারুণ ব্যাপার। 

যাই হোক, মূল বিষয়টা যেভাবে গণমাধ্যম চেপে গিয়ে তার রাগ দেখানোর ব্যাপারটাই তুলে ধরছে, সেটা দেখা খুবই দুঃখজনক। মূল বিষয়টা হচ্ছে যেভাবে আম্পায়ারদের ক্রমাগত দৃষ্টিকটু সিদ্ধান্ত দিয়ে যাওয়া। যেসব শিরোনাম দেওয়া হচ্ছে, সেটা সত্যিই দুঃখজনক। আমার মতে এটা তার বিরুদ্ধে একটা চাল। এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে তাকেই খলনায়ক বানানো হয়। যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার ক্রিয়াকলাপ নিয়ে আপনি সতর্ক হোন।’

এজেড/এনইউ/ওএফ