জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার নিয়ে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দল গড়েছে ঢাকা আবাহনী লিমিটেড। এরই মধ্যে সুপার লিগ নিশ্চিত করেছে তারা। তবে দলগত লড়াইয়ে আকাশি-নীলদের থেকে এগিয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আজ (বুধবার) সাইফ হাসানের ফিফটিতে তারা আবাহনীকে হারিয়েছে ২৮ রানের ব্যবধানে। এই জয়ের ফলে আবহনীকে টপকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে দোলেশ্বর।

আবাহনীর অখ্যাত ব্যাটসম্যান মুমিন শাহরিয়ারের কথা মনে আছে? আগের দুই ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে বাজিমাত করেছেন তিনি। টানা দুই ম্যাচে ফিফটি তুলে নেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লেখেন, রানের জন্য ক্ষুধার্ত তিনি। আজ ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মলিন তার ব্যাট ১১ বলে ৮ রান করে আউট হন মুনিম।

প্রাইম দোলেশ্বরের দেওয়া ১৩৩ রান টপকাতে নেমে আবাহনীর জাতীয় দলের ব্যাটসম্যানরা নিজেদের হারিয়ে খুঁজলেন কামরুল ইসলাম, শরিফুল্লাহদের বলে। জাতীয় দলে জায়গা হারানো রাব্বি একাই নেন ৪ উইকেট। হার্ড হিটার নামে সুনাম কুড়ানো নাঈম শেখ খেলেন ২২ রানের ইনিংস, টেস্ট মেজাজের ব্যাটিংয়ে ৩১টি বল খেলেন তিনি। নাজমুল হোসেন শান্ত আউট হন ১২ বলে ৮ রান করে। হাসেনি মুশফিকের ব্যাটও, ৪ রান করেন তিনি।

আফিফ ইনিংস সর্বোচ্চ ২৬ রান করলেও মোসাদ্দেক হোসেন সৈক্ত ১৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৩ রান করে ফিরে গেলে লেজের দিকের ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়তে পারেননি, এতে ১০৪ রানে অল আউট হয় আবাহনী। ফলে ২৮ রানে জয় পায় প্রাইম দোলেশ্বর।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার সাইফ হাসানের ৪৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। তার ফিফটির পরও বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি প্রাইম দোলেশ্বর। ৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে ইমরান উজ্জামানকে নিয়ে ৩০ রান তোলেন স্কোরবোর্ডে। যেখানে ১৬ বলে ২৩ রান করে বড় অবদান রেখেছেন ইমরানই। আরাফাত সানির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লে ভাঙে জুটি। দ্রুত ফিরে যান ফজলে রাব্বিও (১)।

৪১ রানে ২ উইকেট হারানোর পর মার্শাল আইয়ুবকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন সাইফ। ২৩ বলে ২০ রান করে মার্শালকে ফিরেছেন মেহেদী হাসান রানার প্রথম শিকার হয়ে। এরপরই মূলত প্রাইম দোলেশ্বর ইনিংসে বিপর্যয় নামে। মেহেদী হাসান রানার বোলিং তোপে ২ উইকেটে ৯৫ থেকে ৫ উইকেটে ১১২ রানে পরিণত হয় প্রাইম দোলেশ্বর। পরে তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন উইকেট শিকারে ৯ উইকেটে ১৩২ রানেই থামতে হয় দোলেশ্বরকে।

টিআইএস/এটি