জয়ের ধারায় তামিমের দল/বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরের লিগ পর্বের শেষ ম্যাচে এসে শতকের দেখা পান ব্রাদার্স ইউনিয়নের ব্যাটসম্যান মিজানুর রহমান। তবে ব্যক্তিগত অর্জন নিয়েই তৃপ্ত থাকতে হয় ব্রাদার্স অধিনায়ককে। তার শতকের পরেই বৃষ্টিতে পণ্ড হয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তাদের ম্যাচটি। সঙ্গে সুপার লিগেও জায়গা করতে নিতে পারেনি ব্রাদার্স। পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে লিগ শেষ করল তারা।

একই সময় মিরপুরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মুখোমুখি হয় পয়েন্ট টেবিলে রাজত্ব করা প্রাইম ব্যাংক। তাদের সুপার লিগের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়েছে। তবুও আজ (বৃহস্পতিবার) খেলাঘরকে ছেড়ে কথা বলেনি তামিমরা। বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেটের জয় তুলে ১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বর জায়গাটা নিশ্চিত করে লিগ পর্ব শেষ করল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

ডিপিএলের এগারোতম রাউন্ডে খেলাঘরের মুখোমুখি হয় প্রাইম ব্যাংক। বৃষ্টির বাধায় সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর ওভার কমে খেলা দাঁড়ায় ১০ ওভারে। আগে ব্যাট করা খেলাঘরের ইনিংসের ৯ ওভারে বৃষ্টি নামে। তখন তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬১ রান। বৃষ্টি থামার পর ব্যাটিং করতে নেমে মাত্র ৪ রান যোগ করে খেলাঘর। 

দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ আজ রানের খাতা খুলতে পারেননি, ফিরেছেন খালি হাতে। খেলাঘরের হয়ে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত ছিলেন ওপেনার শাহরিয়ার কমল। আরেক ব্যাটসম্যান রাফসান আল মাহমুদ (১০) ছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি। শেষ পর্যন্ত ১০ ওভারে খেলাঘর ৫ উইকেট হারিয়ে ৬৮ রান করে। বৃষ্টি আইনে টার্গেট দাঁড়ায় ৭৪ রানে।

টার্গেটে টপকাতে নেমে ওপেনার রনি তালুকদারের ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। রনির ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ১টি ছয়ে। তবে এদিনও রান পাননি তামিম ইকবাল। ১৩ বলে ৯ রান করে ক্যাচ দেন উইকেটের পেছনে। অধিনায়ক এনামুল হক বিজয় ১৬ বলে ১৭ রান করে ফেরেন সাজঘরে। মোহাম্মদ মিঠুন আউট হন ১ রান করে। তবে জয় পেতে বেগ পেতে হয়নি প্রাইম ব্যাংকের। ৫ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করে প্রাইম ব্যাংক।

এদিকে লিগ পর্বের শেষ রাউন্ডে বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয় শেখ ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ব্রাদার্সের অধিনায়ক মিজানুর। মাত্র ৬৫ বলেই শতক তুলে নেন তিনি। ইনিংসের ১৭তম ওভারে শেখ জামালের বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিলকে ডিপ এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মিজানুর। 

নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে শতক হাঁকানোর নজির গড়লেন মিজানুর। তার তিন অঙ্কের ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও ৩ ছক্কার মারে। মিজানুরের শতকের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে সেটি পরে আর শুরু হয়নি। পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।

টিআইএস/এটি/এনইউ