নিজেদের ভুল শুধরে নিলো আইসিসি
ছবি : সংগৃহীত
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিং সাধারণত হালনাগাদ হয় প্রতি সিরিজের শেষে। সম্প্রতি পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের পর হালনাগাদ হয় সেটি। যেখানে দেখা যায় আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের নিচে নেমে গেছে বাংলাদেশ।
বুধবার (৬ জানুয়ারি) আইসিসির হালনাগাদকৃত টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশে নেমে যায় বাংলাদেশ। আর নয়ে ওঠে আসে আফগানিস্তান। বাংলাদেশের রেটিং পয়েন্ট যেখানে ৫৫, আফগানদের সেখানে ৫৭ পয়েন্ট।
বিজ্ঞাপন
যদিও গত মে মাসে হালনাগাদে র্যাঙ্কিংয়ে ছিল না আফগানিস্তান। সেই সময় আইসিসি জানিয়েছিল পর্যাপ্ত ম্যাচ না খেলায় তালিকায় নেই তারা। ওই হালানাগাদের পর বাংলাদেশ-আফগানিস্তান কোনো টেস্ট খেলেনি। তবুও কেন বাংলাদেশ নিচে নেমে গেল এই বিষয়ে প্রশ্ন জাগে সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির মনে।
এরপরই আইসিসিকে মেইল করে বিষয়টি তাদের নজরে আনেন তিনি। তার মেইল পাওয়ার পর নিজেদের ভুল শুধরে নিয়েছে আইসিসি। নিজেদের ওয়েবসাইটে দেয়া র্যাঙ্কিং থেকেও আফগানিস্তানের নাম সরিয়ে দিয়েছে তারা। বর্তমানে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ।
বিজ্ঞাপন