তিন ফরম্যাটের তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি
জাতীয় দলে বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়ক তিন জন। এবার তিন ফরম্যাটে তিন জন সহ-অধিনায়কের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্টে নাজমুল হোসেন শান্তর সহকারী হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের সহকারী নাজমুল হোসেন শান্ত। আর টি-টোয়েন্টিতে লিটন দাসের সহকারী সাইফ হাসান।
বিজ্ঞাপন
শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ না হওয়া পর্যন্ত টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকবেন। টেস্ট অধিনায়ক আবার ওয়ানডে ফরম্যাটে মিরাজের নেতৃত্বে সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন। মিরাজকে এক বছরের জন্য ওডিআই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ততম ফরম্যাটে সাইফ হাসানকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। লিটন কুমার দাসকে ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস