একের পর এক দুর্ঘটনা, বিয়ের সব পোস্ট মুছে ফেললেন স্মৃতি মান্ধানা
ভারতের বিশ্বকাপজয়ী তারকা স্মৃতি মান্ধানার বিয়ের জমজমাট প্রস্তুতি চলছিল গত কয়েক দিন ধরেই। দেশটির মহারাষ্ট্রের সাঙ্গলীতে গত শুক্রবার বেশ জমকালোভাবে হলুদের অনুষ্ঠান হয়েছিল। রোববার চার হাত এক হওয়ার কথা। কিন্তু সেদিনই বিপর্যয়। বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে আরও এক বিপর্যয়ের খবর। বাবার পর এবার হাসপাতালে স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছলকেও। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠানও।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রোববার রাতেই অসুস্থ হয়ে পড়েন পলাশ। ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির কারণে তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি গুরুতর ছিল না। চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি হোটেলে ফিরে গিয়েছেন।
বিজ্ঞাপন
— Press Trust of India (@PTI_News) November 23, 2025
এর আগে গতকাল (রোববার) যখন সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন আচমকাই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাদের পারিবারিক চিকিৎসক ডা. নমন শাহ জানিয়েছেন, মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শারীরিক অবস্থার অগ্রগতি হলে হয়তো দ্রুতই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে।
বিজ্ঞাপন
এদিকে, বাবার অসুস্থতার খবরে ভেঙে পড়েছেন ভারতীয় তারকা ওপেনার। পরিবারের সঙ্গে আলোচনা করেই বিয়ের সমস্ত অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। ভারতীয় ভাইস ক্যাপ্টেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা বিয়ে সংক্রান্ত সব পোস্ট মুছে দিয়েছেন। যে ভক্তরা তাদের বিয়ের উদ্যাপন দেখার অপেক্ষায় ছিলেন, তারা হঠাৎ করে এসব কনটেন্ট উধাও হয়ে যেতে দেখে বিস্মিত হয়েছেন।
কয়েকদিন আগেই স্মৃতি একটি হালকা–মেজাজের ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে বিয়ের ঘোষণা দিয়েছিলেন, যেখানে ছিলেন সতীর্থ জেমিমা রদ্রিগেজ, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব ও অরুন্ধতি রেড্ডি। তবে সেই রিলটিও এখন তার প্রোফাইলে দেখা যাচ্ছে না। পোস্টটি তিনি পুরোপুরি ডিলিট করেছেন, নাকি সাময়িকভাবে আড়াল করেছেন সেটি স্পষ্ট নয়। এদিকে, পলাশ মুচল যেভাবে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতিকে প্রপোজ করেছিলেন—যে মাঠে স্মৃতি ভারতের হয়ে ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপ জিতেছিলেন। সেই ভিডিও এখনো পলাশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যাচ্ছে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, স্মৃতি আপাতত পুরোপুরি বাবার সুস্থতার দিকেই মনোযোগ দিয়েছেন। পলাশ মুচ্ছল এবং তার পরিবারও একইভাবে উদ্বিগ্ন। দুই পরিবারের সদস্যরা জানিয়েছেন, “স্বাস্থ্যই প্রথম। বিয়ের উৎসব আবার হবে, তবে মনটা শান্ত থাকলে।” প্রসঙ্গত, গত পাঁচ ধরে চুটিয়ে প্রেম করার পর প্রেমিক পলাশ মুচ্ছলকে প্রকাশ্যে আনেন স্মৃতি। পলাশ মুচ্ছল বলিউডের একজন খ্যাতনামা কম্পোজার। একই সঙ্গে তিনি গায়িকা পালক মুচ্ছলের ভাই।
এফআই/