ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে থিতু হতে জাতীয় দলকে বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটারও আছেন তাদের মধ্যে।

এবার এই তালিকায় যোগ দিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান জয়াসুরিয়া। জাতীয় দলের জন্য তাকে যাতে আর বিবেচনায় রাখা না হয় এমন সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে লঙ্কান ঘরোয়া লিগেও আর দেখা যাবে না জয়াসুরিয়াকে। 

এক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘জয়াসুরিয়া যুক্তরাষ্ট্র গিয়ে পরিবারের সঙ্গে থিতু হবেন বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত জানানোর সময় জাতীয় ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেটের দেওয়া সুযোগের কারণে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব পালনের জন্যও তাকে ধন্যবাদ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।’

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জয়াসুরিয়ার। এরপর এখনো পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১৮ টি-টোয়েন্টি ও ১২ ওয়ানডেতে মাঠে নেমেছেন এই অলরাউন্ডার। ওয়ানডেতে একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

২০১৯ সালে জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেললেও কোভিড-১৯ বিরতির আগে টি-টোয়েন্টিতে নিয়মিত সদস্য ছিলেন তিনি। সর্বশেষ এলপিএলেও গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেন জয়াসুরিয়া।

এমএইচ