ছবি : ইএসপিএন ক্রিকইনফো

কয়েক ম্যাচ ধরে রান পাচ্ছিলেন না স্টিভেন স্মিথ। টেস্টে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও নেমে গিয়েছিলেন তিনে। রান আর স্মিথ একই সুতোয় গাঁথা। অজি ব্যাটসম্যান ভারতের বিপক্ষে সিডনি টেস্টে রানে ফিরেছেন আবার। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। 

তাতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে পেয়েছে ৩৩৮ রানের সংগ্রহ। জবাব দিতে নেমে ভালো শুরু পেয়েছে সফরকারীরাও। দুই ওপেনার রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার উইকেট হারালেও দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৯৬ রান। 

২ উইকেট হারিয়ে ১৬৬ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন অপরাজিত থাকা মার্নাস লাবুশেনের সামনে সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেয়ার। কিন্তু ৯ রান দূরে থাকতে জাদেজার বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।  

লাবুশানে সেঞ্চুরি না পেলেও সেটা তুলে নেন স্মিথ। শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়ে সাজঘরে ফেরত যাওয়ার আগে ১৬ চারে ২২৬ বলে ১৩১ রান করে আউট হন তিনি। ভারতের বিপক্ষে এটি স্মিথের আট নম্বর সেঞ্চুরি। ভারতীয়দের বিপক্ষে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে এখন এই অজির নাম রিকি পন্টিং, স্যার ভিভ রিচার্ডস ও স্যার গ্যারি সোবার্সের মতো কিংবদন্তির পাশে।

স্মিথকে সেভাবে কেউই সঙ্গ দিতে পারেননি মিচেল স্টার্ক ছাড়া। ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন এই পেসার । ভারতের পক্ষে জাদেজা চারটি ও জাসপ্রিত বুমরাহ এবং নবদ্বীপ সাইনি পেয়েছেন দুইটি করে উইকেট। 

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আউট হন শুভমন গিল। ৮ চারে ১০১ বলে ৫০ রান করে আউট হন তিনি। দলে ফিরে প্রথম ইনিংসে ৭৭ বলে ২৬ রান করেছেন রোহিত। ৯ রানে পূজারা ও ৫ রান নিয়ে তৃতীয় দিনে ভারতের পক্ষে দিন শুরু করবেন। 

এমএইচ/এটি