করোনা নেগেটিভ, তবুও ঢুকতে দেয়া হচ্ছে না জিদানকে
ফাইল ছবি
লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা অ্যাতলেতিক মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে আছে তারা। রোববার ওসাসুনার বিপক্ষে ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকছে জিনেদিন জিদান শিষ্যদের সামনে।
তবে এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ঢুকতে দেয়া হচ্ছে না জিদানকে। করোনা রোগীর সংস্পর্শে আসার অভিযোগে এমনটি করা হচ্ছে। যদিও করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে রিয়াল কোচের।
বিজ্ঞাপন
লা লিগার কতৃপক্ষের অনুমতি না মেলাতেই রিয়ালের অনুশীলনে ঢুকতে দেয়া হয়নি জিদানকে। এন্টিজেন এবং পিসিআর দুই ধরণের টেস্টই করানো হয়েছে তাকে। দুই টেস্টেই করোনা নেগেটিভ হয়েছেন তিনি।
তবে লা লিগার নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক তিন দিন আইসোলেশনে থাকতে হবে রিয়াল কোচকে। তারপর আবারও ‘পিসিআর টেস্ট’ করানো হবে। ওই পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ার পর রিয়ালের অনুশীলনে যোগ দিতে পারবেন জিদান।
বিজ্ঞাপন
এমএইচ