এমবাপের সমালোচনায় পচেত্তিনো
ছবি: সংগৃহীত
মরিসিও পচেত্তিনো পিএসজিতে কোচ হয়ে এসেছেন সপ্তাহও শেষ হয়নি। এরই মধ্যে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সমালোচনা করেছেন আর্জেন্টাইন এই কোচ। জানালেন, আরও উন্নতি চাই তার।
কোচ হিসেবে পিএসজি ডাগআউটে অভিষেকটা সুখকর হয়নি পচেত্তিনোর। প্রথম ম্যাচেই লিগ ওয়ানে তার দল ড্র করেছে সেঁত এতিয়েঁর সঙ্গে। ১-১ গোলে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে পচেত্তিনোর কথায় উঠে এসেছে পিএসজির অনেক দিক। তারকা ফরোয়ার্ড এমবাপেকে নিয়েও মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
তবে এতিয়েঁর বিপক্ষে পারফর্ম্যান্সে অবশ্য পচেত্তিনো কিছুটা সন্তুষ্টিও প্রকাশ করেছেন। একটু উন্নতি করতে হবে, এই যা! বলেছেন, ‘তার পারফর্ম্যান্সে আমি অবশ্যই খুশি। কিন্তু তাকে কিছুটা উন্নতি করতেই হবে। সে যে গোল করতে, ভালো খেলতে, ম্যাচ জিততে মরিয়া; এ নিয়ে আমার কোন সন্দেহই নেই। এ ম্যাচের ফলাফলে নিশ্চিতভাবে সেও হতাশ হয়েছে।’ তবে পচেত্তিনো পুরো দলকেই জেগে ওঠার তাগিদ দিলেন। বললেন, ‘দলের সব খেলোয়াড়ের পারফর্ম্যান্সে উন্নতি প্রয়োজন, দল হিসেবেও আমাদের উন্নতি করতে হবে।’
২০১৯ সালের নভেম্বরে টটেনহ্যাম থেকে বরখাস্ত হন বর্তমান পিএসজি কোচ পচেত্তিনো। এরপর থেকেই বেকার ছিলেন তিনি। অবশেষে গেলো সপ্তাহে বেকারত্বের অবসান ঘটে আর্জেন্টাইন এই কোচের। ফরাসি পরাশক্তি পিএসজির কোচ হয়ে আসেন সাবেক আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
বিজ্ঞাপন
তিনি জানান, একেবারে শুরুর দিকে এমন ড্র হতাশার হলেও মেনে নিচ্ছে তার দল। পচেত্তিনোর কথা, ‘তবে আমাদের যাত্রা কেবলই শুরু হলো। আমি এখানে এসেছি তিনদিন হলো। জিততে না পারায় কিছুটা হতাশা আছে বৈকি!’
এনইউ/এটি