তিন ফরম্যাটের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন দীনেশ কার্তিক। তবে এখনো কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে খেলতে দেখা যায়। মাঠের ক্রিকেটের বাইরে কমেন্ট্রিতেও দেখা যায় তাকে। এবার আরো একটি ভূমিকায় দেখা যাবে কার্তিককে।

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের কোচ হিসেবে কাজ করবেন কার্তিক। দল লন্ডন স্পিরিটের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। এর আগে আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।

লন্ডন স্পিরিটের ডিরেক্টর অব ক্রিকেট মো ববাট এক বিবৃতিতে বলেন, 'দিনেশকে দলে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ছোট ফরম্যাট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার বিশাল অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য।' 

'তিনি সবসময় ভিন্নভাবে চিন্তা করেন, দারুণ এনার্জি নিয়ে কাজ করেন। তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। শীর্ষ পর্যায়ে এমন একজনকে যুক্ত করা আমাদের উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। আমরা চাই খেলোয়াড়রা সর্বোচ্চ মানের সহায়তা পাক।'-যোগ করেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে কার্তিক বলেন, 'লন্ডন স্পিরিটে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। মো, এমসিসি এবং টেক টাইটান্সের পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে শুনে আমি নিজেও এই যাত্রার অংশ হতে আগ্রহী হই।'

'লর্ডসে পুরো গ্রীষ্ম কাটানো আমার কাছে স্বপ্নপূরণের মতো। এখানেই আমার আন্তর্জাতিক অভিষেক এবং শেষ টেস্ট দুটোই হয়েছে। মাঠটা আমার কাছে খুবই বিশেষ। আগামী মৌসুমে দারুণ সব ক্রিকেটারের সঙ্গে কাজ করতে এবং দলকে এগিয়ে নিতে মুখিয়ে আছি।'

এইচজেএস