ফাইল ছবি

জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে। এরপর আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ব্যর্থ হন মহেন্দ্র সিং ধোনি নিজেও। চারদিক তার সমালোচনা শুরু হলেও সব ধরণের ক্রিকেটকে বিদায় বলেননি তিনি। 

আইপিএলের আরও অন্তত এক মৌসুমে দেখা যাবে ধোনিকে। আগামী মৌসুমেই রোহিত শর্মা ও বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়িয়ে নতুন এক রেকর্ড গড়বেন ভারতের সাবেক এই অধিনায়ক। 

আগামী আইপিএল খেললে এই টুর্নামেন্টে থেকে ধোনির মোট আয় দাঁড়াবে দেড়শ কোটি রুপি। আইপিএলে মোট আয়ের দিক থেকে রোহিত, কোহলিদের পেছনে ফেলেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। বর্তমানে তার মোট আয় ১৩৭ কোটি রুপির বেশি।

প্রথম তিন মৌসুমে মোট ১৮ কোটি রুপি পেয়েছিলেন ধোনি। পরের তিন মৌসুমে ৮ কোটি ২৮ লাখ রুপি করে মোট ২৪ কোটি ৮৪ কোটি রুপি আয় করেছিলেন তিনি। তার দারুণ পারফরম্যান্সের কারণে ২০১৪ ও ২০১৫ মৌসুমে মোট ২৫ কোটি টাকা পান ধোনি। 

২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তার বেতন বেড়ে হয় ৪৫ কোটি টাকা। ২০২১ সালে ১৫ কোটি টাকা পেতে চলেছেন তিনি। তাতেই দেড়শ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবেনে ধোনি। 

আইপিএলে আয়ের দিক থেকে তার পেছনে আছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের আয়ের পরিমাণ ১৩১ কোটি রুপি। তালিকায় তৃতীয় স্থানে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। তার আয় ১২৬ কোটি রুপি। 

এমএইচ