২০২৬ ফুটবল বিশ্বকাপ
এক ম্যাচে সর্বোচ্চ ৪ এবং পুরো টুর্নামেন্টে কেনা যাবে ৪০ টিকিট
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে সপ্তাহখানেক আগে। ফলে টুর্নামেন্টের ফেভারিটসহ প্রতিযোগী ৪৮ দলের কে কার মুখোমুখি হবে তা স্পষ্ট। ফলে এখন থেকেই নিজের পছন্দের ম্যাচের টিকিট কিনতে পারবেন ফুটবলভক্তরা। একজন ব্যক্তি নির্দিষ্ট ম্যাচ ও পুরো টুর্নামেন্ট কয়টি টিকিট কিনতে পারবেন সেটিও নির্ধারণ করে দিয়েছে ফিফা। গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু করেছে।
ফিফা জানিয়েছে, তৃতীয় ধাপে প্রথমবারের মতো ভক্তরা “র্যান্ডম সিলেকশন ড্র”–এর মাধ্যমে নির্দিষ্ট ম্যাচের জন্য আবেদন করতে পারবেন। গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ড্র ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে। ফলে পছন্দের দল আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি কিংবা অন্য দল কখন কোথায় খেলবে তা প্রকাশ্যে। এর আগে বিশ্বকাপ টিকিটের আবেদন ছিল ‘ব্লাইন্ড’, কারণ তখনও বাছাইপর্বও চলমান ছিল এবং ড্র হয়নি।
বিজ্ঞাপন
দলগুলোর গ্রুপ নিশ্চিত হওয়ায় তাদের সম্ভাব্য পথও ঠিক হয়ে গেছে। অর্থাৎ পরের রাউন্ডে কার মুখোমুখি হতে পারে সেটি কিছুটা অনুমান করা যায়। যেমন– আর্জেন্টিনা ও পর্তুগাল যদি নিজেদের গ্রুপে শীর্ষে থাকে, তবে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে মুখোমুখি হতে পারেন। তবে টিকিটের আবেদন করলেই তা হাতে পাওয়া নিশ্চিত নয়। টিকিটের ড্র ১১ ডিসেম্বর সকাল ১১টা (উত্তর আমেরিকার পূর্ব উপকূলের স্থানীয় সময়) থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
জনপ্রতি কয়টি টিকিট কেনা যাবে
ফিফা জানিয়েছে, উল্লেখ্য সময়সীমার মধ্যে যেকোনো সময়ে আবেদন করা যাবে এবং আবেদন জমা দেওয়ার সময় টিকিট পাওয়ার সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না। প্রতিটি ম্যাচে একটি পরিবার (এক আইডি থেকে) সর্বোচ্চ চারটি করে এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিটের জন্য আবেদন করতে পারবে। আবেদন করতে হলে ফিফা আইডি লাগবে এবং পছন্দমতো ম্যাচ ও মূল্য–শ্রেণি বেছে নেওয়া যাবে। ফেব্রুয়ারিতে আবেদনে সফল ব্যক্তিদের ই-মেইলে জানানো হবে এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে।
বিজ্ঞাপন
টিকিটের দাম
এর আগে যুক্তরাষ্ট্র সর্বশেষ ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৯৪ সালে। ওই সময় ২৫ ডলার থেকে ৪৭৫ ডলার ছিল টিকিটের মূল্য। এ ছাড়া বিশ্বকাপের সবশেষ ২০২২ আসর বসেছিল কাতারে, সেখানে ৭০ ডলার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১৬০০ ডলার পর্যন্ত টিকিটের দাম ঘোষণা করা হয়। এবার মূল্যতালিকা আগের আসরগুলোকে যে ছাড়িয়ে যাবে তা অনুমান করা যাচ্ছিল। তবে ধারণার চেয়েও বেশি হতে পারে আসন্ন। আসরে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের ফুটবল ফেডারেশন মূল্যতালিকা প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন সমর্থকরা।
জার্মান সকার ফেডারেশন বিশ্বকাপের গ্রুপপর্বে বিভিন্ন ক্যাটাগরির টিকিটমূল্য প্রকাশ করেছে। যেখানে সর্বনিম্ন ১৮০ ডলার (প্রায় ২২ হাজার টাকা) থেকে ৭০০ ডলার (৮৫ হাজার ৩৮৪ টাকা) পর্যন্ত নির্ধারিত হয়েছে দাম। এ ছাড়া ফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন ৪১৮৫ ডলার (প্রায় ৫ লাখ ১১ হাজার টাকা) এবং সর্বোচ্চ ৮৬৮০ ডলার (১০ লাখ ৫৮ হাজার টাকা)। গত সেপ্টেম্বরে অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট ছাড়ার পর ফিফা জানিয়েছিল, গ্রুপপর্বে সর্বনিম্ন ৬০ ডলার এবং ফাইনালে ৫৭৩০ ডলারে টিকিট পাওয়া যাবে। তবে সেই দাম ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির সঙ্গে সমন্বয় করতে গিয়ে পরিবর্তন হতে পারে।
এদিকে, ফিফা নিজস্ব পুনঃবিক্রয় প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে মোট বিক্রয়মূল্যের ওপর ১৫ শতাংশ ফি নেওয়া হবে। টুর্নামেন্টের আরও ঘনিয়ে এলে অবশিষ্ট টিকিট সাধারণ বিক্রয়ের জন্য ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ছাড়া হবে বলে জানিয়েছে তারা। তবে সেই বিক্রয় কখন শুরু হবে তা এখনও জানায়নি।
এএইচএস