টি-টোয়েন্টি
চোটে থাকা ৩ তারকাকে নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
এখনও চোটের সঙ্গে লড়ছেন, তবে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা সেরে উঠবেন এই প্রত্যাশায় তিন তারকাকেই স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া। ইনজুরি পুনর্বাসনে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডকে রেখে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের প্রাথমিক স্কোয়াড সাজানো হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে পিঠের ইনজুরি থেকে স্রেফ একটি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ান নিয়মিত অধিনায়ক কামিন্স। এরপর তিনি এই সিরিজে আর খেলতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার আগে জানুয়ারিতে একটি স্ক্যান করানোর কথা রয়েছে এই তারকা পেসারের। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলছেন, কামিন্স-হ্যাজলউড-ডেভিড ভালোভাবেই চোট পুনর্বাসন করছেন। টুর্নামেন্টের আগে তারা যথাসময়ে ফিট হয়ে উঠবে বলে প্রত্যাশা।
বিজ্ঞাপন
— Cricket Australia (@CricketAus) January 1, 2026
এদিকে, টিম ডেভিড হ্যামস্ট্রিংয়ে দ্বিতীয় গ্রেডের চোট পেয়েছেন বক্সিং ডেতে। সেদিন তিনি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছিলেন। এ ছাড়া একিলিস (পায়ের গোড়ালিতে) ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন হ্যাজলউড। তাদের নিয়ে বেইলি জানিয়েছেন, ‘সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলের সাফল্য ভারসাম্যপূর্ণ দল সাজানোর সক্ষমতা দিয়েছে। যার মাধ্যমে শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশনের সঙ্গে সঙ্গতি রেখে স্কোয়াড গড়া যায়। এটি প্রাথমিক স্কোয়াড, কোনো পরিবর্তনের প্রয়োজন হলে তা করা হবে। আমাদের সমর্থন পাবে তারা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড
বিজ্ঞাপন
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা
স্পিন বিভাগে প্রাধান্য দিয়ে গড়া হয়েছে অজিদের বিশ্বকাপ স্কোয়াড, বিশেষ করে যেহেতু খেলা হবে এশিয়ান কন্ডিশনে। গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বো ও পাল্লেকেলেতে। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আয়োজক শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আরও একবার সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ভারত সফরের দলে না থাকা ক্যামেরন গ্রিন ও কুপার কনলি বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন। দলে একমাত্র উইকেটরক্ষক জশ ইংলিস।
২০২১ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের স্কোয়াডে জায়গা হয়নি মিচেল ওয়েন ও বেন দারউইসের। যারা টি-টোয়েন্টি ফরম্যাটের সাম্প্রতিক সিরিজগুলোয় ছিলেন। বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। জানুয়ারি মাসের শেষদিকে হতে পারে এই সিরিজ, আসন্ন সিরিজের সূচি ও অজিদের স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি।
এএইচএস