যে কারণে টস জিতে ব্যাটিং নিয়েছিল নোয়াখালী
বিপিএলে চলমান আসরে টস জিতলে আগে বোলিং যেন রীতি হয়ে গেছে। তবে সেই রীতি ভেঙে নোয়াখালী এক্সপ্রেস আজ টস জিতে ব্যাটিং নিয়েছিল। সিলেট টাইটান্সের বিপক্ষে এমন সিদ্ধান্ত নেওয়ার পর ব্যাটিং ব্যর্থতায় নোয়াখালী গুটিয়ে যায় ৬১ রানে।
স্রোতের বিপরীতে হেঁটে নোয়াখালী কেন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল, তা অবাক করেছে সবাইকে। নোয়াখালীর হয়ে সংবাদ সম্মেলনে আসা আফগান ক্রিকেটার জহির খান বলেন, 'উইকেট দেখে ক্যাপ্টেন এই সিদ্ধান্ত নিয়েছে। মনে হয়নি উইকেট এত খারাপ। আমাদের টপ অর্ডার ক্লিক করতে পারছে না দেখে সংগ্রাম করতে হচ্ছে, পুরো দল চাপে পড়ে যাচ্ছে। অধিনায়ক যখন টস জিতেছে তখন উইকেট ব্যাটিংয়ের জন্য ভালোই মনে হচ্ছিল।'
বিজ্ঞাপন
বিপিএলের সিলেট পর্বে ৪ ম্যাচ খেলে এখনও দলটি জয়শূন্য। এ প্রসঙ্গে জহির বলেন, 'বিশ্রামেই ছিলাম। চট্টগ্রাম গেলাম, ওখানে ২ দিন থেকে আবার চলে এলাম। আমাদের টপ অর্ডার ভালো করলেই আমরা ভালো করব আশা করি।'
বোলার জহির খান মনে করেন, জ্বলে উঠতে হবে টপ অর্ডারকে, 'ক্রিকেটে এমন হতেই পারে। ৪ ম্যাচ হেরেও ঘুরে দাঁড়ানোর নজির আছে। টপ অর্ডার ভালো করলে আমরা ভালো করব। বোলিং ইউনিট ভালো আছে। সামনের ম্যাচগুলোতে আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করব।'
বিজ্ঞাপন
জহির আরো বলেন, 'দুজনের দলে যোগ দেওয়া আমাদের জন্য স্বস্তির। দুজনই বেশ অভিজ্ঞ, সিনিয়র। তবে আজ তাদের প্রথম ম্যাচ ছিল। উইকেটে মানিয়ে নিতে একটু সময় লেগেছে। আশা করি সামনে তারা পারফর্ম করবেন, দলও ঘুরে দাঁড়াবে। সৌম্য সরকার অভিজ্ঞ, মাত্র তো যোগ দিলেন। হাবিবুর রহমান সোহানও এশিয়া গেমে ভালো করেছে। ক্লিক করতে পারছে না আরকি। সৌম্য ভাইর ছিল প্রথম ম্যাচ। সামনে ভালো করবেন ইনশাআল্লাহ।'
এসএইচ/এইচজেএস