সিডনি টেস্টে ফের বর্ণবাদের থাবা, ছয় দর্শক মাঠছাড়া
বর্ণবাদী আচরণের কারণে খেলা বন্ধ রাখতে হয় আট মিনিট /ছবি: সংগৃহীত
তৃতীয় দিনেই জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে ইঙ্গিত করে অস্ট্রেলীয় দর্শকরা বর্ণবাদী আচরণ করেছিলেন, যে কারণে খেলা বন্ধ রাখতে হয়েছিল বেশ কিছুক্ষণ। সে ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনেও। এজন্যে দু’জন দর্শককে গ্যালারি থেকে বেরও করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চতুর্থ দিনে তখন ৮৭তম ওভারের খেলা চলছে। তখনই ঘটল বিপত্তি। সিরাজ দুই আম্পায়ারকে ডেকে কিছু একটা বললেন। বিষয়টা বুঝতে পেরে অধিনায়ক অজিঙ্কা রাহানে ছুটে এলেন উইকেটের কাছে, সঙ্গে এলেন চেতেশ্বর পুজারা, মায়াঙ্ক আগারওয়ালও। যে কারণে খেলা বন্ধ রাখতে হয় আট মিনিট।
বিজ্ঞাপন
গ্যালারি থেকে দর্শকরা বর্ণবাদী মন্তব্য করেছিলেন সিরাজকে, যার ফলে এই ঘটনার সূত্রপাত। পরে মাঠের নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগমন ঘটে গ্যালারিতে। বেশ কিছু দর্শকের সঙ্গে কথা বলে দোষীদের মাঠছাড়া করেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, নিউসাউথ ওয়েলস পুলিশের হস্তক্ষেপে ছয়জন দর্শককে বের করে দেয়া হয়েছে গ্যালারি থেকে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের বৈষম্যমূলক আচরণের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া সবসময়ই সোচ্চার। যদি আপনি বর্ণবাদী আচরণের সঙ্গে যুক্ত থাকেন, অস্ট্রেলিয়া ক্রিকেট আপনাকে মোটেও স্বাগত জানাচ্ছে না।’
বিজ্ঞাপন
শুধু দর্শককে মাঠ ছাড়া করেই ক্ষান্ত হচ্ছে না সিএ। আরও কঠিন শাস্তিও অপেক্ষা করছে বর্ণবাদী সেই ছয় দর্শকের জন্যে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ভাষ্য, ‘আইসিসির তদন্তের ফলাফলের অপেক্ষায় আছে সিএ, যেখানে বেরিয়ে আসবে এর পেছনে কারা দায়ী। তাদের পরিচয় পেলেই সিএ তাদের হয়রানি-বিরোধী নীতিমালা মেনে সম্ভাব্য সবচেয়ে কঠোর সিদ্ধান্তটা নেবে, যেখানে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা, জরিমানা কিংবা নিউসাউথ ওয়েলস পুলিশের কাছে স্থানান্তরের সম্ভাবনাও আছে।’
এমন ঘটনার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিসিআইয়ের কাছে ক্ষমাও চেয়েছে একই বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, ‘সিরিজের আয়োজক হিসেবে আমরা আন্তরিকভাবে আমাদের বন্ধু বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাইছি। ব্যাপারটাকে এর যথাযোগ্য পরিণতি দেয়ার আশ্বাসও দিচ্ছি আমরা।’
এনইউ