বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর জিম্বাবুয়ে বোলারকে নিয়ে ‘সন্দেহ’
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি ছিল রয় কাইয়ার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট। এই ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিশিয়ালরা। সেটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকেও জানিয়েছে তারা।
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ২৩ ওভার বল করেও কোনো উইকেটের দেখা পাননি তিনি। ম্যাচটি বাংলাদেশ জয় পায় ২২০ রানে। একমাত্র এই টেস্টটির পর তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিশিয়ালরা।
বিজ্ঞাপন
যেটি তুলে দেওয়া হয় জিম্বাবুয়ের টিম ম্যানেজম্যান্টের হাতেও। করোনাভাইরাসের কারণে আইসিসির ল্যাবে গিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব না। আপাতত কাইয়ারের বোলিংয়ের ভিডিও পর্যবেক্ষণ করবে একটি বিশেষজ্ঞ প্যানেল।
২০১৫ সালে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয় তার। এখন পর্যন্ত দেশের হয়ে একটি ও ওয়ানডে ও তিনটি টেস্ট খেলেছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। টেস্টে রান ও উইকেটের খাতা না খুলতে পারলেও ওয়ানডেতে ৫৯ রান করেছেন তিনি।
বিজ্ঞাপন
এমএইচ/এটি