জাহাঙ্গীরনগরের জন্মদিনে মুশফিকের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫০ বছর পূরণ করেছে আজ, ১২ জানুয়ারি। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও তাই শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন তিনি। যেখানে তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে আমি সম্মানিত সাবেক বর্তমান সকল শিক্ষার্থী, শিক্ষক সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’
বিজ্ঞাপন
মুশফিক জানান, ব্যক্তিগত জীবনে মানুষ হিসেবে আরও পরিপূর্ণ হয়ে ওঠার দীক্ষাটা তিনি পেয়েছেন বিশ্ববিদ্যালয় জীবনেই। এজন্যে বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাতেও ভোলেননি সাবেক বাংলাদেশ অধিনায়ক।
আমি একজন জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থী হিসেবে সবসময় গর্ব অনুভব করি। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। বিশেষ করে আমার ইতিহাস বিভাগের সব শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও আমার ব্যাচমেট বন্ধুবান্ধবদের নিকট চিরকৃতজ্ঞ।
মুশফিকুর রহিম, সাবেক শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন
করোনা পরিস্থিতির কারণে বর্তমানে আর সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জাহাঙ্গীরনগরেও ভর করে আছে নিদারুণ স্থবিরতা। ভিডিওর শেষ দিকে এসে শিগগিরই এ পরিস্থিতির অবসানের কামনা ব্যক্ত করেন, সঙ্গে শিক্ষার মান বৃদ্ধির আশাবাদও প্রকাশ করেন মুশফিক। তার কথায়, ‘আমি আশা করি, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বর্তমানে কোভিড পরিস্থিতি মোকাবেলা করে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিগগিরই শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠবে। এই আশা ব্যক্ত করছি।’
এনইউ/এজেড/এটি