জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দলকে ৮ উইকেটের জয় এনে দিতে উদ্বোধনী জুটিতে ১০২ রানের পার্টনারশিপ গড়েছিলেন সৌম্য সরকার ও নাঈম শেখ। ব্যাট হাতে দুজনেই পেয়েছিলেন ফিফটির দেখা। তবে দ্বিতীয় ম্যাচে আজ (শুক্রবার) ব্যর্থ দুজনেই। নাঈম ৫ ও সৌম্য ফেরেন ৮ রান করে।

জিম্বাবুয়ের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য টপকাতে নেমে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা। 

হারতে হার‍তে যেন দেয়ালে পিঠ থেকে গেছে জিম্বাবুয়ের। একমাত্র টেস্টে হারের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই বাংলাদেশের কাছে হার স্বাগতিকদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও শুরু হয় হার দিয়ে। গতকাল (বৃহস্পতিবার) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে সফরকারীদের ১৫৩ রানের লক্ষ্য দেয় সিকান্দার রাজার দল। সৌম্য-নাঈমের ব্যাটে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

সিরিজ বাঁচাতে গেলে হারারেতে আজ জিততে হবে জিম্বাবুয়েকে। এমন ম্যাচে আগে ব্যাট করে ব্যাটসম্যানদের কল্যাণে স্কোর বোর্ডে ১৬৬ রানের পুঁজি পেয়েছে স্বাগতিকরা। বোলাররা এদিন কম যাচ্ছে না। আগের দিনের দুই সফল ব্যাটসম্যান নাঈমকে নিজের প্রথম শিকারে পরিণত করেন ব্লেসিং মুজারাবানি। একই ওভারে ২ বল বাদেই সৌম্যর উইকেট তুলে নেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৩২ রান। জয়ের জন্য প্রয়োজন এখনো ১৩৫ রান।

টিআইএস