বাংলাদেশের একাদশ অপরিবর্তিত, অজিদের তিন পরিবর্তন
২৪ ঘণ্টার ব্যবধানে দুইবার বাংলাদেশ হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এরপর সিরিজ নিশ্চিতের মিশন। আজ বাংলাদেশের ক্রিকেটেরই অন্যতম বড় দিন হয়ে যাবে সব কাজ ঠিকঠাক হলে। অথচ বেরসিক বৃষ্টি কি না হানা দিলো এমন দিনেই!
ক্ষণে ক্ষণে নেমে আসা বৃষ্টি থামতেই শুরু হয় মাঠকর্মীদের তোড়জোর। দেরিতে হলেও হয়েছে টস। যেখানে জিতেছে বাংলাদেশ, আগে বেছে নিয়েছে ব্যাটিং। ঘোষণা করা হয়েছে একাদশও। বাংলাদেশের আগের দুই ম্যাচেই খেলেছিল একই একাদশ নিয়ে, এদিনও ব্যতিক্রম হলো না তার।
বিজ্ঞাপন
তৃতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে খেলবে মাহমুদউল্লাহ রিয়াদরা। বাংলাদেশের একাদশে পরিবর্তন না আসলেও বেশ বড় পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার একাদশে। তিনটি পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামবে সফরকারীরা।
ম্যাকডরমট একাদশে সুযোগ পেয়েছেন ফিলিপের বদলে। একাদশে সুযোগ পেয়েছেন ক্রিশ্চিয়ানও। তিনি খেলবেন মিচেল স্টার্কের জায়গায়। এছাড়া অভিষেক হচ্ছে এলিসের। আন্ড্রু টাইয়ের জায়গায় সুযোগ মিলেছে তার।
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ
অস্ট্রেলিয়া একাদশ
অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড
এনইউ