শরিফুলের জন্যই ‘তর্কে’ জড়িয়েছিলেন রিয়াদ
অস্ট্রেলিয়ার ইনিংসের তখন দশম ওভার চলছে। বাংলাদেশের হয়ে বল করছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। টাইগারদের অন্যতম তরুণ সদস্য। তার ওভারে দুইটি বাউন্ডারি হাঁকান অজিদের চলতি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মিচেল মার্শ।
দ্বিতীয় বাউন্ডারির ঠিক পরের বলটিই আঘাত হানে মার্শের শরীরে, বলা ভালো উরুতে। তাতেই শরিফুলের দিকে বেশ কিছু বাক্য ছুঁড়ে দেন মার্শ। ভাবভঙ্গিতে স্পষ্ট ছিল অজি অলরাউন্ডার খুব ভালো কিছু বলেননি।
বিজ্ঞাপন
দলের তরুণ সদস্যের প্রতিপক্ষ ব্যাটসম্যানের এমন বাক্য ছুঁড়ে দেওয়া সহ্য হয়নি বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এগিয়ে এসে তিনি কিছুক্ষণ কথা চালাচালি করেন মার্শের সঙ্গে। তাতে যোগ দেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও।
পরে আম্পায়ার এসে শান্ত করেন দুই পক্ষকেই। অবশ্য সেখানেই থেমে থাকেনি ওই ‘তর্ক’। পরে যখনই সুযোগ মিলেছে কথা চালাচালি করেছেন সোহান-শরিফুলরা। অস্ট্রেলিয়ানদের জবাব দিয়েছেন সমানতালে।
বিজ্ঞাপন
মজার ব্যাপার হলো ফিফটি করা মার্শকে সাজঘরে ফিরিয়েছেন সেই শরিফুলই। নাঈম শেখের হাতে তার বলেই ক্যাচ দিয়েছেন অজি ব্যাটসম্যান। এরপর? শরিফুলও নিজের উল্লাসে বুঝিয়েছেন ‘আমরাও কম যাই না।’ কথার লড়াইয়ের পর ম্যাচটাও জিতেছে টাইগাররাই। সব জায়গায়ই আজ বাংলাদেশের জয়!