বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন এলিস
অভিষেকেই চমক দেখালেন এলিস/বিসিবি
প্রথম তিন ওভার আর শেষ ওভারের প্রথম তিন বলে যথেষ্ট খরুচেই ছিলেন তিনি। অভিষেক, তার ওপর দল অস্ট্রেলিয়াও প্রথম দুই ম্যাচ হেরে আছে দারুণ চাপে। তাই বলেই হয়তো একটু স্নায়ুচাপ ভর করেছিল নাথান এলিসের মগজে। কিন্তু সেসব শেষ তিন বলে যেন তুড়িতেই উড়িয়ে দিলেন তিনি। হ্যাটট্রিক করে গড়ে বসলেন বিরল এক কীর্তিও।
অথচ এই এলিসের তো অভিষেকই হওয়ার কথা ছিল না। স্কোয়াডে ছিলেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে, শেষ মুহূর্তে রাইলি মেরেডিথ যদি চোট না পেতেন তাহলে হয়তো এ ম্যাচে খেলা হতো না তার। সেই এলিসের অভিষেক হলো আজ।
বিজ্ঞাপন
কিন্তু অভিষেকের শুরুটা মোটেও আশাজাগানিয়া হয়নি তার। পুরো দল যেখানে বল করছিল ছয়ের আশেপাশে ইকনমি রেট নিয়ে, সেখানে নিজের প্রথম তিন ওভারে তিনি দেন ২৯ রান। ওভারপ্রতি দশের কাছাকাছি, মিরপুরের মন্থর উইকেটে এ তো অনেক বেশিই।
তবে সুর্যোদয় যে সবসময় দিনের পূর্বাভাস দেয় না, তারই যেন প্রমাণ তুলে রেখেছিলেন এলিস। নিজের শেষ ওভারে প্রথমে তুলে নিলেন মাহমুদ উল্লাহকে। ওভারের চতুর্থ বলে বাংলাদেশ অধিনায়ক হলেন বোল্ড। এরপর মুস্তাফিজ আর মেহেদি হাসানকেও ফেরালেন তিনি। তাতে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে শেষ করলেন নিজের চার ওভারের কোটা।
বিজ্ঞাপন
তবে শেষ তিন বলে তিন উইকেটে তার হ্যাটট্রিকে গড়া হয়ে গেছে ইতিহাসও। টি-টোয়েন্টি ইতিহাস এর আগে হ্যাটট্রিক হয়েছে ১৬টি। বাংলাদেশের বিপক্ষেই এসেছে তিনটি। কিন্তু তার একটিও ছিল না অভিষেকে। এ তালিকায় এলিসই হয়ে থাকলেন প্রথম।
এনইউ