সাকিব আল হাসান /ফাইল ছবি

ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে দুই দল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে টাইগাররা। আজ শুক্রবার তৃতীয় ম্যাচ জিতলে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। অন্যদিকে অজিদের লক্ষ্য এই ম্যাচ জিতে সিরিজ বাঁচানো। সে লক্ষ্যে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে লড়াই করছে সফরকারীরা।

আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১২৭ রান তোলার পর বোলিংয়ের শুরুটা ভালো হয় লাল-সবুজের প্রতিনিধিদের। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বোলাররা। দলে সুযোগ পাওয়া বেন ম্যাকডারমটের সঙ্গে জুটি গড়ে জবাবটা বেশ ভালোই দিচ্ছিলেন মিশেল মার্শ। তবে তাদের সে প্রতিরোধ ভেঙেছে সাকিব আল হাসানের কল্যাণে। তার অ্যাঙেলে ভেতরে ঢোকানো বলে উইকেট ভেঙেছে ম্যাকডারমটের। তাতেই লড়াইয়ে ফিরে এসেছে বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখার সময় ১৩.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ ৭২ রান। ৩৯ বল থেকে জয়ের জন্য অজিদের প্রয়োজন ৫৬ রান।

এর আগে ওপেনার জশ ফিলিপি না থাকায় অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে আসে পরিবর্তন। ম্যাকডারমটের সঙ্গে ইনিংস শুরু করেন অধিনায়ক ম্যাথু ওয়েড। আগের দুই ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করেন ওয়েড। তবে এদিনও সুবিধা করতে পারেননি অজি দলপতি। ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা।

নাসুম আহমেদের বলে ওয়েড শরীর ঘুরিয়ে পুল করার চেষ্টা করেন সজোরে। কিন্তু বল বাড়তি লাফিয়ে তার ব্যাটের ওপরের দিকে লেগে সহজ ক্যাচ যায় সেই শর্ট ফাইন লেগেই  ৫ বলে ১ রান করে আউট ওয়েড। 

টিআইএস