‘প্রস্তুত’ বাবর আজম
ফাইল ছবি
নিউজিল্যান্ড সিরিজে রীতিমতো ভরাডুবি হয়েছে পাকিস্তানের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচে জয় পেলেও টেস্ট সিরিজের দুই ম্যাচে একদম পাত্তাই পায়নি তারা। রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক কেইন উইলিয়ামসন।
মাঠের বাইরে থেকেই সেসব দেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে পারেননি তিনি। চলতি মাসের শেষদিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান।
বিজ্ঞাপন
এই সিরিজের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলটির অধিনায়ক। চোট থেকে সেরে ওঠে অনুশীলনে ফেরার কথাও জানিয়েছেন পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো খেলতে না পারা ছিল হতাশার। কারণ আমাকে দলের প্রয়োজন ছিল। যাই হোক, এখন আমি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যে প্রস্তুত এবং আমাকে আমার ভূমিকায় দেখতে পাবেন। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর আমি অনুশীলনও শুরু করেছি।’
বিজ্ঞাপন
নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের বোলারদের রীতিমতো খাবি খেতে হয়েছে। তবে নিজ দলের বোলারদের ওপর এখনো আস্থা রয়েছে অধিনায়ক বাবরের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা ভালো করবেন বলেও বিশ্বাস আছে তার।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি নিয়ে পুরো দল অধীর আগ্রহে অপেক্ষা করছে। দক্ষিণ আফ্রিকা একটি মানসম্পন্ন দল এবং আমাদের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে দলের পাশে থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের বোলারদের ওপর আমার পুরো আস্থা রয়েছে এবং আমি নিশ্চিত আসছে সিরিজে তারা আরও ভালো পারফর্ম করবে।’
এমএইচ