স্টেগান কারিশমায় সুপার কাপ ফাইনালে বার্সা
রিকি পুইজ জালে বল পাঠালে উৎসবে মাতে বার্সেলোনা। ছবি : সংগৃহীত
অতন্দ্র প্রহরী হয়ে লড়লেন পুরো ম্যাচ। ম্যাচের আগে পরে দুই সেভ দিয়ে খেলা গড়ালেন ট্রাইবেকারে। সেখানেও বনে গেলেন নায়ক। গোলরক্ষক টের স্টেগানের কারিশমায় রিয়াল সোসিয়াদেদাদের বিপক্ষে জয় পেয়ে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা।
বুধবার রাতে কর্দোবায় মুখোমুখি হয় দুই দল। প্রথমার্ধে রিকি পুইজের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদের হয়ে খেলায় সমতা ফেরান মিকেল ওইয়ারসাবাল। এরপর ট্রাইবেকারে ৩-২ গোলে জয় পায় বার্সা।
বিজ্ঞাপন
এই ম্যাচে ছিলেন না কাতালানদের নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। আক্রমণভাগে তার অভাবটা ভালোভাবেই টের পেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম ১০মিনিটের ভেতরই তিনবার গোলমুখে শট নেয় সোসিয়েদাদা। প্রথম দুই শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর দশ মিনিটের সময় ইসাকের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক টের স্টেগেন।
এরপরই নিজেদের গুঁছিয়ে নেয় বার্সা। ৩৯তম মিনিটে প্রথম ভালো সুযোগ পেয়েই এগিয়ে যায় রোনাল্ড কোম্যানের দল। একজনকে কাটিয়ে ডি-বক্সে পাস দেন মার্টিন ব্রাথওয়েট আর বাঁ দিক থেকে ছয় গজ বক্সের মুখে ক্রস বাড়ান গ্রিজম্যান। সেখান থেকে হেডে গোল করেন রিকি পুইজ।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি-বক্সে ডি ইয়ংয়ের কনুইয়ে বল লাগলে পেনাল্টিটি পায় সোসিয়াদেদাদ। ওইয়ারসাবালের সফল স্পট কিকে সমতায় ফেরে সোসিয়েদাদ।
অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোলরক্ষক টের স্টেগেনের কারিশমায় বেঁচে যায় বার্সেলোনা। ইয়োসেবা জালদুয়ার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান জার্মান গোলরক্ষক।
এরপর খেলা গড়ায় ট্রাইবেকারে। যেখানে প্রতিপক্ষের প্রথম দুই শট ঠেকিয়ে দিয়ে নায়ক বনে যান স্টেগান। বার্সেলোনার হয়ে প্রথম শট পোস্টে মারেন ডি ইয়ং। উসমান দেম্বেলে ও মিরালেম পিয়ানিচ পরের দুটি শটে সফল হন। এরপরের শট উড়িয়ে মারেন অঁতোয়ান গ্রিজমান। শেষে রিকি পুইজ জালে বল পাঠালে উৎসবে মাতে বার্সেলোনা।
এমএইচ