ঠাঁসা ক্রিকেটীয় সূচিতে দম ফেলানোর ফুরসত নেই ক্রিকেটারদের। একের পর এক সিরিজে জৈব সুরক্ষা বলয়ে বন্দি থাকতে হচ্ছে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজ শেষে এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এতো খেলার ধকল সামলাবেন কী করে টাইগার ক্রিকেটাররা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, খেলোয়াড়দের বিশ্রাম দিতেই ইংল্যান্ড সিরিজের সূচি পিছানো হয়েছে।

সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। সেই সিরিজ পিছিয়ে গেছে প্রায় দেড় বছর, ২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশে আসবে ইংলিশরা। এর কারণ ব্যাখ্যায় ক্রিকেটারদের বিশ্রামের প্রসঙ্গ টেনে আনলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বুধবার মিপুরে সংবাদমাধ্যমকে নিজামউদ্দিন বলেন, ‘আপনারা ইতোমধ্যে দেখেছেন ইংল্যান্ড সিরিজটা আমরা রিশিডিউল করেছি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে। মূলত মানসিক বলেন বা শারীরিক, খেলোয়াড়দের বিশ্রাম দিতেই আমরা এই গ্যাপটা বের করেছি।’

করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট। এরপর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে খেলা ফেরায় ক্রিকেট বোর্ড। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মতো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যস্ত সূচি টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নিউজিল্যান্ড সফর, সেখান থেকে ফিরে শ্রীলঙ্কা ট্যুর। ফিরতি সিরিজে লঙ্কনরা আসে বাংলাদেশে। এরপর জিম্বাবুয়ে সফরে যায় টাইগাররা, ফিরেই অস্ট্রেলিয়া সিরিজ, সেটি শেষ করতেই দরজায় করা নাড়ছে নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন করলে খেলোয়াড়দের উপর চাপ বাড়ত। এজন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি পিছিয়ে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ করে দিয়েছে দুই বোর্ড।

নিজামউদ্দিন জানালেন, ‘আপনারা জানেন করোনা পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেট দিয়ে আমরা খেলায় ফিরে আসি। এবং পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসে, এরপর আমাদের দল নিউজিল্যান্ড যায়, সেখান থেকে এসে শ্রীলঙ্কায় যায় এরপর আমরা আবার শ্রীলঙ্কাকে হোস্ট করি এবং তারপরেই দল চলে যায় জিম্বাবুয়েতে, সেখান থেকে এসেই জয়েন করে অস্ট্রেলিয়া সিরিজে। এরপর নিউজিল্যান্ড সিরিজ আছে।’

টিআইএস