ভারতের ক্রিকেট ইতিহাসে মোহাম্মদ আজহারউদ্দিন যেন একটা ভিন্ন অধ্যায়ের নাম। দারুণ অধিনায়ক ছিলেন, ব্যাটসম্যান হিসেবেও ছিলেন বিশ্বমানের একজন। খেলোয়াড়ি জীবন শেষ হয়েছে ক্যারিয়ারে কালিমা নিয়ে, এরপরও ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। এবার উঠতি ক্রিকেটারদের সহায়তায় এগিয়ে এলেন তিনি। এবার তাকে দেখা যাচ্ছে অনলাইন কোচের ভূমিকায়।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এবার প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। সম্প্রতি টুইটারে এক ভিডিওর মাধ্যমে অনলাইনে ব্যাটিং ক্লাস নেওয়ার বিষয়টি প্রকাশ করেন আজহার। 

সেখানে তিনি ক্রিকেটের মৌলিক কিছু বিষয় তুলে ধরেন তিনি। সাবেক ভারতীয় অধিনায়ক আরও জানান, কারো ব্যাটিং টিপস লাগলে সেই ভিডিওর রিপ্লাইতে গিয়ে বললেই হবে। পরবর্তী ভিডিওতে আজহার দেবেন তার উত্তর।

নানা চড়াই উতরাইয়ের ক্যারিয়ারটা আজহার শুরু করেছিলেন ১৯৮৪ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেবার ভারতের হয়ে টেস্ট অভিষেক করেই বিশ্ব রেকর্ড করেছিলেন আজহারউদ্দিন। সেঞ্চুরি করেছিলেন পরপর তিন টেস্টে। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে আজহার করেছিলেন ১১০ রান। এরপর চেন্নাই টেস্টে তিনি করেন ৪৮ ও ১০৫। ফের কানপুরে তার ক্যারিয়ারের তৃতীয় টেস্টে করেছিলেন ১২২ ও অপরাজিত ৫৪। তাতেই গড়া হয়ে যায় বিশ্বরেকর্ড। আজহারের এই রেকর্ড অক্ষত আজও।

এনইউ/এটি