ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে পৃষ্ঠপোষক নিয়ে বেশ দুর্ভাবনায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে ভাবনা থেকে মুক্তি মিলেছে গত বৃহস্পতিবার। এবার জার্সি স্পন্সরও পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। আসছে সিরিজে লাল সবুজ জার্সিতে থাকবে আকাশ ডিটিএইচের নাম।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। তবে মূল পৃষ্ঠপোষকের মতো আকাশের পৃষ্ঠপোষকতার মেয়াদও হবে কেবল এক উইন্ডিজ সিরিজই। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিচ্ছে যে, উইন্ডিজের বাংলাদেশ সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিট পার্টনার হচ্ছে আকাশ।’

বাংলাদেশের প্রথম ‘ডিরেক্ট টু হোম’ (ডিটিএইচ) ডিজিটাল স্যাটেলাইট সার্ভিস আকাশ এর আগে গেল বছরও বাংলাদেশের জার্সি স্পনসর ছিল। করোনার কারণে ক্রিকেট নির্বাসনে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শেষ পূর্ণাঙ্গ সিরিজটিতে মাশরাফি-তামিমদের জার্সিতে ছিলো আকাশের নাম।

বুধবার থেকে শুরু উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে আগামী ২২ ও ২৫ জানুয়ারি।

এনইউ/এটি