জিনেদিন জিদান/ছবি: সংগৃহীত

দুটো ম্যাচ জিতলেই এক শিরোপা, সুপার কাপ দিয়ে শিরোপার খাতা খোলার দারুণ সুযোগই ছিল স্প্যানিশ দলগুলোর সামনে। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে সেমিফাইনালে হেরে সে সুযোগ খুইয়েছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল কোচ জিনেদিন জিদানের মতে, সুপার কাপ না জেতাটা ব্যর্থতা নয় মোটেও।

ব্যর্থতা হবে কেন? লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে ভালোভাবেই টিকে আছে দল, আগামী সপ্তাহেই নামবে কোপা দেল রের লড়াইয়ে। সব মিলিয়ে ‘ট্রেবল’ জেতার আশা এখনো টিকে আছে।

তবে জিদানের মতে এ হার ব্যর্থতা নয় ভিন্ন কারণে। বললেন, ‘এটা ব্যর্থতা নয়। আমরা তখন ব্যর্থ হবো, যখন আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে মাঠে লড়তে ব্যর্থ হবো। দল চেষ্টা করেছে, সমতাসূচক গোলটা পাইনি কেবল। জীবন এমনই, আপনি সবসময় জিততে পারবেন না।’

তবে স্থানীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন ছিল, এই হারের রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষ থেকে বড় মাসুল গুনতে হতে পারে জিদানের দলকে। জিদান অবশ্য সেসব গুঞ্জন উড়িয়ে দিলেন এক তুড়িতে, ‘আপনি কী চান? মৌসুমটাই বাতিল করে দিই? বাইরে থেকে অনেক গুঞ্জনই শোনা যাবে। কিন্তু আমরা আমাদের কাজটা চালিয়ে যাবো।’

বিলবাওয়ের বিপক্ষে শুক্রবার রাতে প্রথমার্ধেই দুই গোল হজম করে বসেছিলেন সার্জিও রামোসরা। দুটো গোলই এসেছে রাউল গার্সিয়ার পা থেকে। জিদানের সরল স্বীকারোক্তি, দল ভালোভাবে শুরু করতে পারেনি। বললেন, ‘আমাদের ম্যাচের শুরুটা ভালো হয়নি। তাদের দুটি সুযোগ এসেছিল এবং দুটি গোলই করেছে। ২-০ তে পিছিয়ে থাকলে ম্যাচ কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধ ছিল একেবারে ভিন্ন, আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। দুইবার বল পোস্টে আঘাত করেছিল।’

আগের ম্যাচেই লা লিগায় কোচ জিদানের শিষ্যরা ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। এবার সুপার কাপে হেরেই বসলো। ফরাসি এই কোচ জেগে ওঠার তাগিদই দিলেন দলকে। বললেন, ‘আমরা এই পাতাটাকে উলটে ফেলতে চাই, কাজ চালিয়ে যেতে চাই। এখন আমাদের বিশ্রাম নিতে হবে, আর পরের ম্যাচের জন্যে ভাবতে হবে।’

এনইউ/এটি