হোঁচট খেয়ে লিগ শুরু সাইফের
ছবি : সংগৃহীত
ফেডারেশন কাপের রানার্স আপ সাইফ স্পোর্টিং ক্লাব। মৌসুম শুরুর টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছে তারা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে প্রমাণের পালা। প্রথম ম্যাচেই যেখানে প্রতিপক্ষ ছিল রহমতগঞ্জ। যারা ফেডারেশন কাপে কোন ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তাদের সঙ্গেই ড্র করেছে সাইফ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয় ম্যাচ। শীতের রাতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হলেও ঠান্ডা ছিল অনেক। এই ঠান্ডা থেকে নিজেদের গা গরম করতে কিছুটা সময় নেন দু’দলের ফুটবলাররা।
ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। সাইফের নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলির শট রহমতগঞ্জের ডিফেন্ডার খলিল ভূঁইয়ার গায়ে লেগে বল জালে জড়ায়। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করে সাইফ স্পোর্টিং। বেশ কয়েক বার রহমতগঞ্জের রক্ষণ দূর্গে হানা দেয় তারা।
বিজ্ঞাপন
৩১ মিনিটে গোলের দারুণ সুযোগ এসেছিল সাইফের সামনে। নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ গোলমুখে বল বাড়িয়ে দিলেও সতীর্থ কেউ ছিলেন না। সাইফ গোলের ব্যবধান বাড়াতে না পারলেও উল্টো ম্যাচে সমতা আনে রহমতগঞ্জ। ৪০ মিনিটে রহমতগঞ্জের আইভোরিকোস্টের ফরোয়ার্ড রেমির গোলে স্কোরলাইন ১-১ হয়। দু’দলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতি থেকে ফিরে দুই দলই গোলের চেষ্টা চালায়। ৫৭ মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ। কিন্তু রেমির শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সাইফের গোলরক্ষক পাপ্পু হোসাইন। ফিরতি বলেও গোল করতে পারেননি সাজিদুর রহমান। বিপদ থেকে বাঁচে সাইফ স্পোর্টিং। আর ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় রহমতগঞ্জের।
ম্যাচের ৭০ মিনিটে সুযোগ এসেছিল সাইফের। কিন্তু ফ্রিক কিক থেকে সাইফের উজবেকিস্তানের মিডফিল্ডার সিরাজ উদ্দিনের শট চলে যায় গোলবারের উপর দিয়ে। ৭৭ মিনিটে জন ওকোলির বাড়িয়ে দেওয়া বলে আরিফুর রহমান পা ছোঁয়াতে পারলে ম্যাচে হয়তো এগিয়ে যেতে পারতো সাইফ স্পোর্টিং ক্লাব।
৮৩ মিনিটে আরেকটি গোলের সুযোগ নষ্ট হয় সাইফের। ৮৫ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ। গোল করার মতো দারুণ জায়গায় থেকেও জালে বল পাঠাতে পারেন নি।
গোলের জন্য বারবার আক্রমণে গিয়েছে সাইফ স্পোর্টিং। প্রথমার্ধের শেষ দিকে জন ওকোলির শটে গোল না হওয়ায় আফসোস বাড়িয়েছে সাইফের। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
বিজ্ঞাপন
এমএইচ