ছবি : বিসিবি

অবিশ্বাস্য, অনন্য, বিস্ময়কর কোন বিশেষণই যেন যথেষ্ট নয়। ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্স সাকিব আল হাসানকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। আট ম্যাচে দুই সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে ব্যাট হাতে তিনি করেছিলেন ৬০৬ রান। 

বিশ্বকাপের পর এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মাঠে নামা হয়নি সাকিবের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। 

তবে বিশ্বকাপে সাকিবের ওমন অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্স এসেছিল যেই পজিশনে সেখানে আর দেখা যাবে না তাকে। তিন নম্বর পজিশন ছেড়ে সাকিবকে খেলতে হতে পারে চারে। আর বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গায় দেখা যেতে পারে তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তকে। সোমবার গণমাধ্যমকে এমনটিই ইঙ্গিত জানিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি বলেন, ‘অবশ্যই শান্ত খুব ভালো ফর্মে আছে। সাকিব ফিরে আসাটা দারুণ ব্যাপার। তিন নম্বর পজিশনে সে অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটিয়েছে। এই মুহূর্তে আমি অভিজ্ঞ সাকিব, মুশফিক ও রিয়াদকে চার, পাঁচ এবং ছয় নম্বরে খেলানোর ব্যাপারে ভাবছি। এটা আমাদের মিডল অর্ডারে পরিপক্কতা ও অভিজ্ঞতা দেবে। আমরা জানি উপমহাদেশে খেলায় মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ণ।’

দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ১৮ সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছে ক্যারিবীয়ানদের বিপক্ষে। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের একাদশ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন হেড কোচ।

তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে ইতোমধ্যেই কথা বলেছি। তারা জানে তাদের ভূমিকা কী। আমরা এখনো খেলোয়াড়দের চূড়ান্ত একাদশ ঘোষণা করিনি। তারা গণমাধ্যমে জানার আগেই জানবে আলাদাভাবে কোন জায়গায় খেলবে।’ 

এমএইচ/এটি