আমির ফিরবেন, তবে...
মোহাম্মদ আমির/ ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির আবারও জাতীয় দলে ফেরার দরজা একেবারে বন্ধ করে দেননি। জানিয়েছেন, বর্তমান ম্যানেজমেন্ট বিদায় নিলে তবেই পাকিস্তানের জার্সি গায়ে চড়াবেন তিনি।
গেল মাসে ‘মানসিকভাবে অত্যাচারিত’ হওয়ার অভিযোগ এনে বিদায় নিয়েছিলেন আমির। যদিও গত সপ্তাহে পাকিস্তান কোচ মিসবাহ উল হক ব্যাপারটিকে নেহায়েত আমিরের মনগড়া বলে উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, বেশ কিছু সিরিজে জাতীয় দল থেকে ব্রাত্য ছিলেন আমির। এমনকি আমিরের এই বাদ পড়া নিয়ে বোলিং কোচ ওয়াকার ইউনিসের বিরুদ্ধে সব অভিযোগও উড়িয়ে দিয়েছিলেন মিসবাহ।
বিজ্ঞাপন
এদিকে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়ার পর আমির এক টুইটে জানিয়েছিলেন, কেবল মিসবাহই ব্যাখ্যা করতে পারবেন তার বাদ পড়ার কারণ। এরপর তার কাজ নিয়ে ওয়াকারের করা অভিযোগেরও সমালোচনা করেন। এর কিছুদিন পর সাবেক পাকিস্তান কোচ মিকি আর্থারের ভূয়সী প্রশংসা করে আমির জানিয়েছিলেন, তার অধীনে বিশ্বের যে কোন দলে খেলতে প্রস্তুত তিনি। বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে দা-কুমড়া সম্পর্কের প্রতি ইঙ্গিত করেই যে টুইটটি করেছিলেন, তা বলাই বাহুল্য।
এরপরই এলো সর্বশেষ টুইটটি, যেখানে নিজের ফেরার সম্ভাবনা জানিয়েছেন আমির। গত সোমবার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেন, ‘আমি ব্যাপারটা পরিষ্কার করতে চাই যে আমি পাকিস্তান ক্রিকেট দলে ফিরতে চাই। তবে সেটা সম্ভব একমাত্র তখন যখন বর্তমান ম্যানেজমেন্ট দল ছাড়বে। আর তাই আমার ফেরা নিয়ে সব ধরণের মিথ্যে সংবাদ প্রচার করা বন্ধ করুন।’ স্থানীয় সংবাদ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল আমিরের আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফেরানো নিয়ে। তারই জবাব হিসেবে পাকিস্তানি এই পেসার টুইটটি করেন।
বিজ্ঞাপন
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছে, যেহেতু ‘অবসরে চলে গেছেন’ আমির, সেহেতু আমিরের সর্বশেষ কোন মন্তব্য নিয়ে কিছুই বলা হবে না।
এনইউ/এটি